1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঃহাঃ সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি হলেন - সাংবাদিক চাইথোয়াইমং মারমা। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

বাঃহাঃ সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি হলেন – সাংবাদিক চাইথোয়াইমং মারমা।

রাঙামাটি প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২২৫ বার

রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঃহাঃ ইউনিয়নের সুনাধন্য পরিচিত মুখ বাঃহাঃ সরকারী প্রাথমিক মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক কক্ষে সিএমসি ম্যানেজিং পরিচালনায় কমিটি গঠনতন্ত্র নিয়মানুযায়ী নতুন কমিটি গঠিত হয়। ২৩ মে সোমবার সকাল ১১ টায় প্রধান শিক্ষক কার্য্যলয়ে সিএমসি গঠন কমিটি বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসসয় উপস্থিত ছিলেন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের সমাজ সেবক শিক্ষানুরাগী সুযোগ্য চেয়ারম্যান বাবু আদোমং মারমা, সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম,,বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সহ-শিক্ষক মোঃ রফিক উদ্দিন, ৮নং ওর্য়াডে মেম্বার ইখ্যাইমং মারমা ৪,৫,৬ মহিলা ওর্য়াড মেম্বার বাপ্পি দে, ভাঃ প্রধান শিক্ষক মাথুইচিং মারমা সহ-শিক্ষক আনুচিং মারমা, উষামা মারমা, মোঃ মাসুম সর্দার মোঃ মাসুম ছোট,মোঃ কাইয়ুম হোসেন মিরাজ, উখ্যাইচিং মারমা ও নবনির্বাচিত স্কুল পরিচালনা কমিটি সদস্য ও সদস্যা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সকুল ম্যানেজিং কমিটিতে সবার সম্মতিক্রমে সভাপতি পদে হিসেবে নির্বাচিত হলেন সমাজ সেবক, বিশিষ্ট তরুন সাংবাদিক ও মানবাধিকার কর্মী বাবু চাইথোয়াইমং মারমা সহ-সভাপতি সুইচিংমং মারমা প্রমুখ। সভাপতিত্বে / সঞ্চালনায় করেন সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম। এ সিএমসি ম্যানেজিং পরিচালনায় কমিটি আগামী ২ বছর পর্যন্ত পরিচালনা করবে। মোট ম্যানেজিং কমিটি সদস্য / সদস্যা সংখ্যা ১৩ জন। প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সবার উদেশ্য বলেন, শি ক্ষা জাতি মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা।

শিক্ষা কোন বিকল্প নাই। কারো শি ক্ষা আলো না থাকে অন্ধ সামনে দিকে এগিয়ে যেতে পারেনা। নবনিবাচিত কমিটিরা আগামীতে ডিজিটাল বাংলাদেশ গড়তে উন্নয়নের দিকে জাগ্রত হোক প্রতিটি মেধা জ্ঞান শিশুদেরকে শিক্ষা বিকশিত আলোকিত হোক এটা সকলে প্রতি অনুরোধ করছি। মেধা ভিক্তিক শিশু বৃদ্ধি তৈরি করতে শিক্ষককের ভূমিকা অপরিসীম। আমরা সময়কে খুব গুসরুত্বপূর্ণ দিতে হবে। প্রতিটি শিক্ষক গুরুজন শিক্ষা কারিগড়। শিক্ষকরা প্রতিটি নিজ নিজ পেশা দায়িত্ব পালন করতে হবে। আজকে শিশু আগামীদিনের নক্ষত্র জাতির সম্পদ। একদিন দেশ পরিচালনা করবে। সরকারী নমরমতটড়

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net