সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকান্ডের বিস্ফোরণ দুর্ঘটনা ফেইসবুকে লাইভে সবাইকে জানাতে গিয়ে করুণভাবে মৃত্যু বরণ করেন কিশোর ওলিউর রহমান নয়ন। ওলিউর ফেইসবুক লাইফের মাধ্যমে মুহুর্তে সবাই জানতে পারে বিএম ডিপোর আগুন লাগার সংবাদ। ওলিউর লাইভ ভিডিও শুধু অনলাইনে নয় বরং জাতীয় পর্যায়ে মিডিয়া গুলোতে স্থান করে নেয়। ভাগ্য বরই নিমর্ম সংবাদ দিতে গিয়ে নিজে আজ সংবাদের শিরোনাম।
ফেইসবুক লাইফ চলাকালীন কিশোর ওলিউরের হৃদয় বিদারক মর্মান্তিক মৃত্যুতে সবাই আজ শোকাহত। দুর্ঘটনা ফেইসবুকে লাইভ চলাকালীন ওলিউর এমন করুণ মৃত্যু মানুষের হৃদয় ভেঙে দিয়েছে মানুষ আজ বাকরুদ্ধ এবং স্তব্ধ।
দুর্ঘটনার দিন বিকাল বেলা ওলিউর বাবার কাছে বিকাশে পাঁচ হাজার টাকা পাঠাই। দিন মজুর পিতা আশিক মিয়া ছেলের টাকা পেয়ে সন্ধ্যায় বাসায় চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় সদাই নিয়ে বাড়িতে ফিরেন। বাড়ি ফিরে রাতে স্থানীয় সাংবাদিকের কল পেয়ে ছেলের মৃত্যু সংবাদ জানতে পারেন। টাকা পাঠিয়ে ছেলেটা এভাবে ফাঁকি দিয়ে চলে যাবে ভাবতে পারেনি আশিক মিয়া। বাকরুদ্ধ আশিক মিয়া ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারেননি। শোকাহত পিতা বুকে পাথর চেপে ছেলে লাশ নিতে সিলেট থেকে ছুটে আসেন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে লাশ রাখার মর্গে।
দুর্ঘটনার সময় অনেকের সাথে ওলিউর খাবার ছুটিতে বাহিরে থাকার কথা ছিল। কিন্তু আগুন লাগার সংবাদ ফেইসবুক লাইফ করার জন্য সে দুর্ঘটনার স্থান ত্যাগ করেনি। সমপার্টিদের বারবার নিষেদ উপেক্ষা করে ওলিউর বিরাহীন ফেইসবুকে লাইফ চালিয়ে যায়। ওলিউর চল্লিশ মিনিটে অধিক সময় ধরে লাইভ চলা ভিডিতে ৩৯ মিনিটে বিকট শব্দের বিস্ফোরণ দেখা যায় এতে ভিডিও পুরো স্থান অন্ধকার ডেকে যায়। উত্তপ্ত আগুনের তীব্র লেলিহান শিখার ভয়াবহ বিস্ফোরণে ঘোর অন্ধকারে মুহুর্তে হারিয়ে যায় ওলিউর। এক নিমেষে শেষ হয়ে যায় ওলিউর সব স্বপ্ন। আর নিভে যায় দিন মজুর পিতা আশিক মিয়ার আশার প্রদ্বীপ।
প্রাণহীন নিথর দেহে আজ সকাল নয়টা সিলেটে গ্রাম বাড়িতে লাশ হয়ে পিতার সাথে ফিরেন ওলিউর। ওলিউর লাশ দেখে শোকের মাতন উঠে তাঁর বাড়িতে। আত্মীয় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে ফটিগুলি কর্মধা কুলাউড়া মৌলভীবাজার।
মা-হারা ওলিউর তিন ভাই বোনের মধ্যে সবাইর বড় ছিল। মাত্র চার মাস আগে জীবিকার তাগিতে সিলেট থেকে চট্টগ্রাম শহরে পারি জমান। বন্দর নগর শহর চট্টগ্রামে জীবনকে বাঁচাতে এসে চিরদিনের জন্য জীবনটাকে হারিয়ে ফেলেন ওলিউর।
আত্মীয় স্বজন প্রিয় বন্ধুবান্ধবকে কাঁদিয়ে দুপুর দুই টায় স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক কবরে চির নিদ্রায় সাহিত হয় কিশোর ওলিউর রহমান নয়ন।