আনোয়ারা উপজেলার গণমাধ্যম কর্মী হিসেবে বদরুল হক কে ই-প্রেস ক্লাব আনোয়ারা উপজেলার উদ্যোক্তা ও আহবায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে । বাংলাদেশের সাংবাদিকদের পাশে থেকে কাজ করার লক্ষ্য নিয়ে ই-প্রেস ক্লাবের যাত্রা শুরু। প্রাথমিকভাবে সদস্য সংগ্রহের কাজ চলছে। ই-প্রেস ক্লাবে ইতিমধ্যেই সদস্য হয়েছেন টিভি সহ বিভিন্ন পত্রিকার সারাদেশের প্রায় হাজার খানেক নামিদামী গণমাধ্যমকর্মী।এই কাজের উদ্যোগ নিয়েছেন সৈয়দ ফজলুল কবীর।
তিনিই ই-প্রেস ক্লাবের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা।
তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাথে মোবাইল বা সেল ফোন, কম্পিউটার এবং ইন্টারনেটকেও অনেক সময় নতুন-যুগের গণমাধ্যম হিসেবে আখ্যায়িত করা হয়। ইন্টারনেট স্বীয় ক্ষমতাবলে ইতোমধ্যেই অন্যতম গণমাধ্যম হিসেবে ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে অনেক প্রকার সেবা-বিশেষ করে ই-মেইল, ওয়েব সাইট, ব্লগিং, ইন্টারনেট এবং টেলিভিশনের প্রচারকাজ পরিচালনা করছে। দেশের জনগণের একটি বিশাল অংশ আজ এ পেশার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। আর এই পেশার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রথম কাজ সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ এবং তথ্যনির্ভর সংবাদ পরিবেশন নিশ্চিত করা। দ্বিতীয় কাজ হচ্ছে সাংবাদিকদের নিজের পরিবার রয়েছে, তাঁদের জীবনজীবিকা ও স্বার্থগুলো নিশ্চিত করা এবং তৃতীয় কাজ হচ্ছে প্রতিষ্ঠান বা সংবাদ পত্রের সুবিধা-অসুবিধা দেখা।উপরোল্লেখিত কাজগুলো যাতে সংবাদপত্র ও সাংবাদিকেরা করতে পারেন সেজন্য সারাদেশে গড়ে উঠে প্রেস ক্লাব, বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন ।তেমনি-বিজ্ঞানভিত্তিক ও আধুনিক প্রযুক্তি নির্ভর সাংবাদিকতা, সকল প্রকার অনলাইন সেবা নিয়ে গঠন করা হয়েছে ই-প্রেসক্লাব।
অর্থনৈতিক উন্নয়নে সাংবাদিকদের ব্যবসায়িক শিল্প গড়ে তুলতে ই-প্রেস ক্লাব কার্যক্রম শুরু করেছে। ই-প্রেস ক্লাব সকল ক্ষেত্রে অনুমোদন সাপেক্ষে সরকারী আইন অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করবে।হলুদ সাংবাদিকতা বন্ধ করতে হলে সাংবাদিকদের অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন। সাংবাদিকদের অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করতে হবে। দুর্বল অর্থনীতি সাংবাদিকদের হয়রানির অন্যতম কারণ। সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে তুলে অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করতে হবে।