চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান- এনায়েতপুর গাউছিয়া আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদরাসার হিফজুল কুরআন বিভাগের পড়াশোনার জন্য স্বতন্ত্র ভবন নির্মানকাজের উদ্বোধন হয়েছে আজ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গনি শপিং কমপ্লেক্স ও গনি হসপিটাল লিমিটেড এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ওসমান গনি।
অত্র মাদ্রাসার সুপার, গভর্নিং বডির সকল সদস্য বৃন্দ, অভিভাবকগণ, মাদরাসার শুভাকাঙ্খীরা এবং গণি শপিং কমপ্লেক্সের ম্যানেজার ইকবাল চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।
মাদরাসার গভর্নিং বডির পক্ষ থেকে এসময় আলহাজ্ব মো. ওসমান গণিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।