গভীর রাতে বাড়ী ফেরার পথে ফরিদুল আলম (৩০) নামের এক পিকআপ ড্রাইভারকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বত্তরা।
বুধবার রাত পৌনে ২ টার সময় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নতুন মসজিদ তক্তাব্রীজ নামক এলাকায় ঘটে এ ঘটনা।
ড্রাইভার ফরিদ বর্নিত ইউনিয়নের ৪নং ওয়ার্ড পুর্ব গর্জনতলী গ্রামের মৃত নুর মোহাম্মদের পুত্র বলে জানা গেছে।
ঘটনার সময় মোটরসাইকেল আরোহী ২/৩ জন দুর্বত্ত তাকে গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। রাতেই তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া ও পরে চমেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড মেম্বার ছৈয়দ হোছাইন বলেন তিনি ঘটনাটি লোকেমুখে শুনেছেন।