সারা দেশের ন্যায় শিশু-কিশোরদের মাঝে গণতান্ত্রিক রীতিনীতি শিক্ষা ও চর্চার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়েই চলে ভোট গ্রহণ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে ৩৭টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে স্টুডেন্ট কাউন্সিলের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২ জুন সকাল ৯ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে দুপুর ১টা পর্যন্ত। নির্বাচন অবাদ ও নিরপেক্ষ করার লক্ষে শিক্ষার্থীদের মধ্যে থেকেই প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা,পুলিং এজেন্ট নিয়োগ করা হয়।
গুইমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল নয়টায় ভোট গ্রহন উদ্ধোধন করেন সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি কংজরী চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা সহকারী শিক্ষা অফিসার ঝর্না চাকমা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভোট শুরুর আগেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট যায় এবং টানানো হয়েছে প্রার্থীদের পোস্টার।
বিদ্যালয়ের সু- শিক্ষার পাশা-পাশি শৃঙ্খলা অব্যাহত রাখতে শিক্ষার্থীরা পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে জানান ছাত্রছাত্রীরা।