চট্টগ্রামের বাঁশখালী উপজেলা জুড়ে চলছে নির্বাচনের আমেজ। আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে বাঁশখালী উপজেলার ১৪টি ইউপির নির্বাচন। প্রতীক বরাদ্দের পরপরই বাঁশখালী জুড়ে চেয়ারম্যান ও সাধারণ প্রার্থীদের মধ্যে দেখা দিয়েছে প্রচারণার প্রতিযোগীতা। ঐতিহ্যগত দিক থেকে পোষ্টার লিফলেট সহ গান ও সঙ্গিত রচনা করে প্রাচরণার অংশ হিসেবে চলছে মাইকিংও। সাথে গাছে গাছে সাঁটানো হচ্ছে আর্ট শিল্পীর নিপুন হাতের জল রংয়ের ককসিটে আর্ট করা নির্বাচনী প্রতীক। জল রংয়ের এই আর্ট করা ককসিটের প্রতীক প্রচারণার সৌন্দয্যকে আরো বেশী আকর্ষণীয় করে তুলেছে।
হাতের রংতুলিতে বিভিন্ন প্রার্থীর নির্ধারিত প্রতীক আর্ট করে দিচ্ছেন উপজেলার পুঁইছড়ি প্রেমবাজারের ইয়াছিন আর্ট এন্ড পুষ্প হাউজের স্বত্বাধিকারী আর্ট শিল্পী মুহাম্মদ ইয়াছিন। প্রতীক বরাদ্দের পরদিন থেকেই প্রার্থীরা জলের রংতুলিতে আঁকা ককসিটের প্রতীকের জন্য অর্ডার দিয়েও সহজে পাচ্ছে না। ব্যস্ত সময় পার করছে আর্ট শিল্পী মুহাম্মদ ইয়াছিন।
ছনুয়া থেকে ককসিটে তালা মার্কা প্রতীক আর্ট করার জন্য অর্ডার নিয়ে আসেন মুহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেছেন- আর্ট শিল্পী মুহাম্মদ ইয়াছিনের নিপুন হাতের নানা রংয়ের সমন্বয়ে হুবহু প্রতীক আর্ট করতে পটু। অনেক আকর্ষণীয় তার ডিজাইন। আমার ওয়ার্ডের একজন সাধারণ সদস্য প্রার্থীর তালা মার্কা প্রতীক আর্ট করার জন্য এসেছি। তিনি আর্ট জগতে এ অঞ্চলে একজন প্রতিভাবান শিল্পী। তার হাতের যাদুতে ফুটে উঠে সঠিক ছবি। এখানে তিনি নামকরা আর্ট শিল্পী।
মুহাম্মদ ইয়াছিনের সাথে কথা বলে জানতে পারি- সে শখের বসে একসময় আঁকাআঁকি করতো। পরবর্তীতে এ শিল্পকে সে নিজের সাথে দারুণভাবে নিয়েছেন।চট্টগ্রাম আর্ট কলেজ ও আগ্রাবাদ হালিশহর আর্টশিল্পী শের খান এর তত্বাবধানে এ শিল্পের হাতে কড়ি হয় তার। বর্তমানে এটি তার জীবিকা নির্বাহের একমাত্র পেশা। এ পেশার সাথে তার অতিবাহিত হল ২০ বছর। মনের খেয়াল ও যোগপ্রবণতা না থাকলে জলের রংতুলিতে কখনোই প্রকৃত ছবির রুপ দেওয়া যায় না বলে জানান তিনি।
মুহাম্মদ ইয়াছিন বলেন, নির্বাচনী প্রতীক বরাদ্দের পরপরই শুরু হয় আমার ব্যস্থতা। স্থানীয় চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থীরা তাদের নির্ধারিত প্রতীক ককসিটে জলের রংয়ে আঁকতে অর্ডার করে যাচ্ছে।আমি এখন ব্যস্থ সময় পার করছি। নির্ঘুম রাত কেটে আর্টের কাজ করে যাচ্ছি। প্রতীক প্রতি ৮ শত টাকা থেকে ১ হাজার টাকা করে দিচ্ছেন প্রার্থীরা।