চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের দায়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে এ পর্যন্ত ৩জন চেয়ারম্যান প্রার্থী সহ ১৫জন সাধারণ সদস্যকে মোট ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বশেষ ৩ জুন পর্যন্ত ১৮জন প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা গুনতে হয়েছে।
শুক্রবার (৩ জুন) সন্ধ্যা ৭ টা থেকে রাত সাড়ে ১০ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলার সরল, কালীপুর ও শীলকূপে ইউনিয়নে নির্বাচনীয় আচরণ বিধি নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এই সময় বিধি বহির্ভূতভাবে নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে প্রার্থী মাটির রাস্তা সংস্কার, নির্ধারিত সময়ের (রাত ৮ টার) পর মাইক ব্যবহার করা, দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করায় কালীপুরপ ইউনিয়নে একজন সাধারণ সদস্য প্রার্থী এবং শীলকূপে দুই জন সাধারণ সদস্য প্রার্থীর প্রত্যেক কে ১০ দশ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এই সময় দেয়ালে লাগানো পোস্টার, ব্যানার,তোরণ অপসারণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অদ্যবধি নির্বাচনীয় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ১৫ জন সাধারণ সদস্য প্রার্থী কে মোট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকল্পে এই অভিযান অব্যাহত থাকবে থাকবে বলেও জানান তিনি।