চটগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে ৪ই জুন, ২০২২ শনিবার “লাইফস্প্রিং”-এর জনপ্রিয় মনোবিদ ইয়াহিয়া আমিন, মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ সাঈদুল আশরাফ কুশল, বিশেষজ্ঞ ডা: সুষমা রেজা দিনব্যাপী ‘Improving Relationships’ বিষয়ে ওয়ার্কশপে অংশ নেন। দেশব্যাপী মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে “লাইফস্প্রিংয এর অভিজ্ঞ সাইকোলোজিস্ট ও সাইকিয়াট্রিস্টদের নিয়ে চট্টগ্রামে নতুন শাখাইক্যুইটি জি.এফ ফরচুন মল (মিমি সুপার মার্কেটের পাশে),উদ্বোধন করেছে৷ মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে চট্টগ্রাম শাখায় কাজ করছেন মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ শাফি রাইসুল মাহমুদসহ বেশ কয়েকজন মনোবিদ।
পারিবারিক বন্ধনগুলো সুদৃঢ় করে বাবা-মায়ের সাথে ছেলেমেয়েদের দূরত্ব কমানোর এবং নতুন সমাজে মূল্যবোধের অবক্ষয় থেকে নিজেদের ও পরিবারকে রক্ষা করার উপায় নিয়ে তাঁরা বিস্তারিত আলোচনা করেছেন এই ওয়ার্কশপটিতে। চট্টগ্রামের স্বনামধন্য ও অভিজ্ঞ মনোরোগ বিশেষজ্ঞ ও মনোবিদগণ সহ উক্ত অনু্ষ্ঠানে বাবা-মা, শিক্ষক, আইনজীবী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মনোরোগ বিশেষজ্ঞ ডা: সাঈদুল আশরাফ তার বক্তব্যে বলেন “আমরা ঢাকা ও ঢাকার বাহিরে দেশের বিভিন্ন স্থানে মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং সম্পর্কের উন্নয়নে কাজ করে থাকি।” এছাড়া মনোবিদ ইয়াহিয়া আমিন বলেন “পারিবারিক বন্ধন ও সম্পর্কের যত্ন মানসিক সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি মানসিক ও শারীরিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে লাইফস্প্রিং-এর রয়েছে অনলাইন সেবা ব্যবস্থাও।