সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় গত ৪ জুন শনিবার বিকালে।উক্ত সম্মেলনে তিনজন সভাপতির মাঝে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শাহাবাজপুর ইউনিয়নের ৫নং ওর্য়াডের সরাইল সাংবাদিক পরিষদের সভাপতি ও শাহবাজপুর ইউনিয়নের কৃতি সন্তান রোটারিয়ান জনাব জহিরুল হক।
নির্বাচন বোর্ড পরিচালনার দায়িত্ব পালনে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা নিশাত।উপস্থিত ছিলেন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল হুদা বাদলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বিরা।
নির্বাচিত হয়ে শাহবাজপুর ইউনিয়ন ও সরাইল উপজেলা বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় পর্যায়ে আওয়ামীলীগকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন।