বাঁশখালী উপজেলার চাম্বল, শীলকূপ ও গন্ডামারা ইউনিয়নে নির্বাচনীয় আচরণ বিধি নিশ্চিতকল্পে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
এ সময় বাঁশখালী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
এই সময় বিধি বহির্ভূতভাবে নির্ধারিত সময়ের (রাত ৮ টার) পর মাইক ব্যবহার করা, দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করায় শীলকূপ ইউনিয়নে দুইজন চেয়ারম্যান প্রার্থী ও গন্ডামারা ইউনিয়নের একজন চেয়ারম্যান ও তিনজন সাধারন সদস্য প্রার্থীর প্রত্যেক কে ১০ হাজার টাকা করে এবং গন্ডামারা ইউনিয়ন অপর এক সাধারণ সদস্য প্রার্থী কে ৮ হাজার টাকাসহ মোট ৬৮,০০০ টাকা জরিমানা করা হয়।
এই সময় দেয়ালে লাগানো পোস্টার, ব্যানার,তোরণ অপসারণ করা হয়।
অদ্যবধি নির্বাচনীয় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৬ জন চেয়ারম্যান প্রার্থী ও ২০ জন সাধারণ সদস্য প্রার্থী কে মোট ২ লক্ষ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন,
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ঝুঁকিমুক্ত নির্বাচন নিশ্চিতকল্পে এই অভিযান অব্যাহত থাকবে।