আজ (শনিবার) আওয়ামীলীগের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের প্রেক্ষিতে সকাল ১০ টায় পুলিশ সহ আওয়ামীলীগের খাগড়াছড়ি জেলার বিক্ষোভ মিছিল নিয়ে এসে বিএনপি কেন্দ্রীয় নেতা, কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক এম পি ওয়াদুদ ভূইয়াকে হত্যার উদ্দেশ্য অতর্কিতভাবে বাসভবনে হামলা চালায়।
এসময় ওয়াদুদ ভূইয়ার বাড়ি ও গাড়ি হামলা করে ব্যাপক ভাংচুর করে। একই সময়ে নেতাকর্মীদের ৪ টা মোটর সাইকেল জ্বালিয়ে দেয় ও কয়েকটা মোটর সাইকেল ভাংচুর করে।আশেপাশের বাড়ি ঘর সহ বাংলা ভিশনের সাংবাদিক এইছ এম প্রফুল্ল’র বাড়িও ভাংচুর করে দুর্বৃত্তরা।
এছাড়া খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থানে বিএনপি নেতাদের ৬ টা দোকান ভাংচুর করে, প্রায় ২৫ জন নেতাকর্মীকে আহত করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
এ ঘটনায়, সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া এবং জেলা বিএনপি পরিবারের পক্ষে রামগড় উপজেলা সাবেক চেয়ারম্যান ও রামগড় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদ শহিদুল ইসলাম ফরহাদ ক্ষোভ ও নিন্দা জানিয়ে দ্রুত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।