 
																
								
                                    
									
                                 
							
							 
                    চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।তাঁর নাম মাইমুন ইসলাম মজুমদার।সেই উপজেলার ৮নম্বর কদলপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের খলিফা পাড়া গ্রামের শিক্ষক মো: মিজানুর ইসলামের পুত্র।সোমবার (২২-আগস্ট) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত চাচা সাইদুল ইসলাম মজুমদার জানান,শিশু মাইমুন তাদের বাড়ির পাশের পুকুরে পরিবারের লোকজনের অগোচরে পুকুরে চলে যায়।অনেক খোঁজাখুঁজি করে তাকে পুকুরে ভাসতে দেখা গেছে।
উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তার অকাল মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে।