1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ মে ২০২৪, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ১০টি হারভেস্টার মেশিন বিতরণ অনুষ্ঠান॥ আমি কৃষক মজুর সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছি তাই তাদের মুখে হাঁসি ফুটানোর জন্য কাজ করছি — কেয়া চৌধুরী অনুমোদন ছাড়াই চলছে সৈয়দপুরে পুকুর খনন, দেখেও নির্বিকার প্রশাসন চৌদ্দগ্রামে হারল্যান স্টোর এর উদ্বোধন করলেন অলরাউন্ডার সাকিব আল হাসান এমপি কেন্দ্রীয় শহিদ-মিনার অযত্ন-অবহেলার শিকার রক্ষণাবেক্ষণে স্থায়ী লোক নিয়োগের দাবী। — এমএ বার্নিক ঠাকুরগাঁওয়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা নোয়াখালীতে রামচন্দ্র দেবের ৭৫ তম তিরোভাব উৎসবে নিরাপত্তা প্যারেড হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ Daftar Situs Slot Server Thailand Terlengkap Mudah Maxwin খাগড়াছড়ি রামগড়ে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রাউজানে কালবৈশাখীর তান্ডবে উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুৎ খুঁটি 

সৈয়দপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ জাকির হোসেন, নীলফামরী প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৮২ বার

জ্বালানী তেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর পৌর বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল ৫ টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান অতিথি সৈয়দপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার,বিশেষ বক্তা জেলা বিএনপি’র সদস্য সচিব শাহিন আকতার শাহিন, যুগ্ম আহ্বায়ক শওকত হায়াত শাহ, শফিকুল ্ইসলাম জনি।

পৌর বিএনপি’র আহ্বায়ক শেখ বাবলূর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক জিয়া, যুবদলের সাধারণ সম্পাদক তারিক আজিজ, স্বেচ্ছাসেবকদলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু, সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, পৌর ছাত্রদলের সভাপতি মুহিত চৌধুরী, কৃষকদলের সভাপতি মাজাহারুল ইসলাম বসুনিয়া মিজু, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান সরকার দিনার, মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা বেগম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে ব্যবস্থা নেয়া হোক। আর জনগণকে স্টিম রোলার চালিয়ে পর্যুদস্ত করা যাবেনা। তারা এখন জেগে উঠেছে এবং মাঠে নেমেছে। তাই বিএনপি তথা জনগণের দাবির প্রেক্ষিতে দ্রুত বিদ্যুতের লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। নয়তো ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের অধিনে অবাধ নির্বাচন দিয়ে জনগণের সরকারকে ক্ষমতায় বসানোর সুযোগ দেয়া হোক। তা না হলে জনরোষে চরম ধোলাই খেয়ে ক্ষমতা ছাড়তে হবে এবং দেশ ছেড়ে পালানোর সুযোগও পাবেনা।

কারণ এ সরকার জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়ে দেশকে অস্থিতিশীলতায় নিমজ্জিত করেছে। সবক্ষেত্রেই ব্যর্থ এ সরকার। দিনের ভোট রাতে করে আবার কোন প্রকার ভোট ছাড়াই জোর করে ক্ষমতায় এসে তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। দেশকে তারা দেউলিয়া করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। ভারতের তাবেদারী করে এখনও তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। তাদের এ খায়েস স্বাধীন বাংলার জনগণ কখনই পূরণ করতে দিবেনা। তাই গণজোয়ার সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম