1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বর্ষায় ভাঙা সড়ক সংস্কারে বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগের মিছিলের পর ০২ সদস্য আটক  ‘২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, পিআর পদ্ধতিতে সদস্য মনোনয়ন কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় গ্রেফতার মেহেদী শামীম সরকার পরিচালনা করতে চাইলে নাগরিকদের কথা শুনতে হবে: তারেক রহমান তিনটি জাতীয় সংসদ নির্বাচনের অভিযোগ পর্যালোচনায় কমিশন গঠন ৭ দিনের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

বর্ষায় ভাঙা সড়ক সংস্কারে বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি

মাহমুদুল হাসান পটুয়াখালী
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪৩১ বার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের কাঁচা রাস্তার বেশ কিছু জায়গায় ভেঙে বড় গর্ত তৈরি হয়েছে। এই রাস্তাগুলো যানবাহন চলাচলের অন্যতম পথ। এ কারণে ইউনিয়নের মানুষের যাতায়াতে দূর্ভোগ সৃষ্টি হয়েছে। আর এ রাস্তা সংস্কারে কাজ করছে বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (বিভিডিএস বাংলাদেশ)।

জানা গেছে, প্রতিদিন এ রাস্তা দিয়ে ছোট-বড় প্রায় ৩০০ থেকে ৪০০ যানবাহন চলাচল করে। বর্ষার আগেই গ্রামের মধ্যে রাস্তায় ছোট ছোট ভাঙা ছিল। টানা বৃষ্টির কারণে রাস্তার এসব জায়গা ভেঙে বড় গর্ত তৈরি হয়েছে।

রাস্তা ভেঙে যাওয়ার কারণে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। অনেক সময় দ্বীপাঞ্চল বড়বাইশদিয়া ইউনিয়নের একমাত্র যানবাহন মোটরসাইকেল রাস্তার বড় ভাঙা গর্তে আটকে যায়, তখন গাড়ি ওঠাতে যাত্রী অথবা স্থানীয় ব্যক্তিদের সহযোগিতা নিতে হয়। এ ছাড়া এসব স্থানে প্রায় সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এ ভাঙা রাস্তা সংস্কারের জন্য গতকাল বৃহস্পতি ও শুক্রবার ১৫ জন যুবকদের সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করতে দেখা গেছে।

সংগঠনের একজন সদস্য বলেন, ‘গ্রামের রাস্তার বেহাল অবস্থা দেখে আমরা নিজ উদ্যোগেই রাস্তা সংস্কারের কাজ করছি। রাস্তায় প্রায় জায়গা ভাঙ্গা ও গর্ত থাকায় অনেক মাটির প্রয়োজন ছিল, এর জন্য আমাদেরকে অন্যের ধানিজমি থেকে মাটি চেয়ে ঐ জায়গায় ব্যবহার করা হয়েছে।

সদস্যগণরা আরও জানিয়েছে, মাটি কাটা বা টানার জন্য কোন গাড়ী বা শ্রমিক ভাড়া করা হয়নি। স্বেচ্ছাশ্রমে সংগঠনের সদস্যরা মাটি কাটা, টানা ও সংস্কারের সব কাজই করেছে।

রাস্তার গাড়িচালকেরা বলেন, ‘গ্রামের মধ্যে রাস্তার ভাঙা অংশগুলো খুবই ঝুঁকিপূর্ণ ছিল। এ রাস্তা সংস্কারে আমাদের সবার জন্য অনেক ভালো হয়েছে।’

তারা আরও বলেন, গ্রামের মধ্যে সংস্কার করে চালকদের কাছ থেকে টাকা না নেওয়া, এটা একটি বিরল ঘটনা।

এই সংস্কারকাজে অংশগ্রহণ করেন শামসুল আরেফিন, রাকিব, বাইজিদ বোস্তামি, শাকিল, আর্ক, গোলাম রাব্বি, হৃদয়, লাজিম ইমরান, মোঃ বাইজীদ মৃধা, পারভেজ, আয়ুব হাওলাদার, স্বপন, পারভেজসহ আরও অনেকে।

সংগঠনের সভাপতি শামসুল আরেফিন বলেন, ‘রাস্তায় যানবাহন যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, এ জন্য দেশের সচেতন নাগরিক হিসেবে আমরা এ সংস্কারকাজ করছি।’

চালিতাবুনিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী বাইজিদ বোস্তামি বলেন, শহর বা গ্রামের যেসব রাস্তা বৃষ্টির কারণে ভেঙে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব স্থানে নিজ দায়িত্বে কাজ করলে সাময়িকভাবে হলেও দেশের মানুষের উপকার হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net