1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যানজট মুক্ত করতে সড়কে: অতিরিক্ত পুলিশ সুপার জসিম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই সনদে আইনি ভিত্তি নিশ্চিত না হলে সই করবে না এনসিপি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ চাকসুতেও ভিপি-জিএসসহ ২৪টি পদে ছাত্র শিবিরের জয়, এজিএস ছাত্রদলের দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার : মির্জা ফখরুল দূর্নীতির বরপুত্র এনবিআর কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ওএসডি এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ৫ বছরে সব সূচকে ন্যাশনাল লাইফের ঈর্ষণীয় সাফল্য কোনো ব্যক্তি নয়, মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ : তারেক রহমান মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম

যানজট মুক্ত করতে সড়কে: অতিরিক্ত পুলিশ সুপার জসিম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০০ বার

মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজারঃ

পর্যটন নগরী কক্সবাজার কলাতলী ও শহরে ট্রাফিক জ্যাম মুক্ত করতে সরাসরি অভিযান পরিচালনা করেন কক্সবাজার ট্রাফিক পুলিশ প্রশাসন। বাস টার্মিনাল, কলাতলী, ডলফিন মোড়, ফ্রেশিন রেস্টুরেন্ট এর সামনে ইউ টাং, সুগন্ধা পয়েন্ট, লাবনী পয়েন্ট মোড়, গুন গাছতলা সহ শহরের ব্যস্ততম সড়কে গুলোতে দায়িত্ব পালন করছে ট্রাফিক প্রশাসন। এই পয়েন্ট গুলোতে প্রায় সময় দেখা দেয় যানজট। বিশেষ করে বেআইনি ভাবে যানবাহন পার্কিং করে রাখার ফলে এই সকল যানজটের সৃষ্টি হয়। এতে করে ভোগান্তির শিকার হতে হয় পর্যটক, পথচারী সহ সাধারন মানুষকে।

কলাতলী শহরকে যানজট মুক্ত করতে সড়কে নামল ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসিম উদ্দিন চৌধুরী। এইদিন খোদ পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরীর নেতৃত্বে কলাতলী এলাকায় বিভিন্ন ইউ টাংনে অভিযান চালায় ট্রাফিক পুলিশ। বেআইনি ভাবে যত্রতত্র পার্কিং করে রাখা যানবাহনের বিরুদ্ধে এইদিন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। ট্রাফিক পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, বেআইনি পার্কিং-এর বিরুদ্ধে এখন থেকে নিয়মিত অভিযান চালানো হবে। ইউ টাংনে কি ভাবে গাড়ি ঘুরাতে হয় তা দেখানো হচ্ছে। প্রতিটি ইউ টাংনে ট্রাফিক পুলিশ টিম দায়িত্ব পালন করছে। উল্টো পথে যাতে কোন গাড়ি চলাচল করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে ট্রাফিক পুলিশ কাজ করছে।

পর্যটন শহর কক্সবাজারকে যানজটমুক্ত সুন্দর শহর করার জন্য ইজিবাইক বা টমটম চালকদের প্রশিক্ষণের আয়োজন করছে কক্সবাজার জেলা পুলিশ। প্রতিবছর দেশবিদেশের লাখো পর্যটক কক্সবাজারে আসেন। এখানকার টমটম চালক, রিক্সা চালক ও ড্রাইভারদের প্রশিক্ষণ থাকলে কক্সবাজারের প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়বে। তাই ডাটাবেজ তৈরীর মাধ্যমে পর্যায়ক্রমে শহরের সকল চালকদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। ট্রাফিক পুলিশ সুপার সকল যান চালকদের প্রতি আহ্বান জানান আইন মেনে চলার। অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী আরো বলেন, পর্যটকদের সুবিধার্তে ও যানজট মুক্ত করতে অনলাইন বাস স্টেশনে টিকেট ক্রয় বিক্রিয়ে কক্সবাজারে কমেছে যানজট। গত দুর্গা পূজার টানা চারদিনের ছুটিতে তার সুফল পেয়েছে পর্যটকসহ স্থানীয়রা।

পর্যটক ও সাধারণ পথচারীদের সাথে কথা বলে জানা যায় কলাতলী, ডলফিন মোড়, সুগন্ধা পয়েন্ট, লাবনী পয়েন্ট সব সময় যানজট লেগেই থাকতো। ট্রাফিক পুলিশের এমন উদ্যোগে স্বাগত জানাই। এখন ফুটপাতে যে হকার গুলো বসছে তাদের কারণে হাঁটা চলা করা কষ্ট হচ্ছে। তাদের কারণে মানুষের ভিড় জমায়, ফুটপাত দিয়ে চলাচল করা সম্ভব হয়ে উঠছেনা। হকারদের কে নিদিষ্ট স্থানে বসানোর জন্য দাবী জানিয়েছেন সাধারণ মানুষ। এতে পুলিশ প্রশাসনের সম্মান আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন সাধারণ পথচারী ও পর্যকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net