1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্রাক স্বাস্থ্যসেবিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পুঠিয়া থানা পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির গুইমারায় নিরীহ ৩ নাগরিক কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ  ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ইউএনও’র সাথে সাংবাদিক সমিতির মতবিনিময় অনুষ্ঠিত এনবিআর দুই ভাগ করেও কোনো উন্নতি হবে না: আমির খসরু নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত: আইজিপি ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেব: নিউইয়র্কে জামায়াত আমির বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সহযোগিতা আরো দৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত শাপলা আদায় করেই এনসিপি নির্বাচন করবে: সারজিস রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা : তারেক রহমান নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই : প্রেসসচিব

ব্রাক স্বাস্থ্যসেবিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পুঠিয়া থানা পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৮৮ বার

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী পুঠিয়া উপজেলার এক ব্রাক স্বাস্থ্যকর্মীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ভাল্লুক গাছি
ইউনিয়নের নওপাড়া গ্রামে। গত বুধবার (২৩ এপ্রিল) ঘটনাটি ঘটলে (২৪ এপ্রিল) বৃহস্পতিবার এ বিষয়ে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে পুঠিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিলেও পুলিশি সহায়তা পায়নি এখনো।

ভুক্তভোগী ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায় গত বুধবার দুপুরের দিকে একই ইউনিয়নের গৃহবধূ ‘পুঠিয়া ব্রাক ইউনিয়ন স্বাস্থ্য সেবি'(২৮) তার অফিসের নিয়ম অনুযায়ী উপজেলার ভাল্লুক গাছি ইউনিয়ন নওপাড়া গ্রামের রাখালের ছেলে এরশাদের গর্ভবতী স্ত্রীকে সেবা দেওয়ার উদ্দেশ্যে সেখানে গেলে ওই নারীকে এরশাদ কৌশলে ঘরে ডেকে বসতে বলে ভিতর থেকে দরজার ছিটকি লাগিয়ে দেয় এবং জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ভুক্তভোগী চিৎকার শুনে স্থানীয় লোকজন ভুক্তভোগীকে দরজা ভেঙে উদ্ধার করে।

অভিযুক্ত এরশাদের পরিবার ও এলাকাবাসীর জানান, এর আগেও সে কয়েকবার এমন কাজ করে আটক হয়েছে। এলাকায় সালিশের মাধ্যমে তার বিচারও হয়েছে। কয়েক বছর আগে এ ধরনের অপকর্মের দায়ে বিয়ে করতে বাধ্য হয়েছিল এরশাদ। এমনকি লোক সমাজে তার আপন ভাইয়েরা ভাই হিসেবে পরিচয় দিতেও লজ্জা বোধ করে।

এ বিষয়ে ভুক্তভোগী নারী পুরো বলেন, আমরা থানায় অভিযোগ করা ৫-৬ দিন হয়ে গেলেও থানা পুলিশের তেমন একটা ভূমিকা নেই। আমার সাথে যেটা হয়েছে আমি এর সুষ্ঠু বিচার চাই। এলাকায় বর্তমানে আমার মুখ দেখানো দায় হয়ে পড়েছে।

ভুক্তভোগীর স্বামী পল্লী চিকিৎসক অভিযোগ করে বলেন, থানা পুলিশ ওদের থেকে টাকা পয়সা খেয়ে আমাদের মামলা নেয়নি। তাই ২৪ অভিযোগ করলেও এখনো তদন্ত করতে পুলিশ আসেননি।

পুঠিয়া ব্রাক ইউনিয়ন স্বাস্থ্য এরিয়া ম্যানেজার শাহিনা বলেন, আমার এক কর্মীকে ধর্ষণ চেষ্টা ঘটনা ঘটেছে। আমরা থানায় অভিযোগ করেছি। তবে থানা পুলিশের কোন সহযোগিতা পাচ্ছি না।

এসব বিষয়ে অভিযুক্ত এরশাদ এর সাথে সাক্ষাৎ হলে তিনি তার অপকর্ম স্বীকার করে বলেন, আমি যা করেছি ভুল করেছি। আপনারা বিষয়টি এলাকায় বসে ফায়সালা করে দেওয়ার ব্যবস্থা করুন।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিযোগ পেয়েছি কিন্তু ধর্ষণ  চেষ্টা অভিযোগ সেটি না। বিশ্বাস না হয় থানায় আসুন আমি অভিযোগটি দেখাচ্ছি। তবে বিষয়টির সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net