1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর আহ্বায়ক কমিটি ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ মে ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর আহ্বায়ক কমিটি ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৫ বার
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের বিদ্যমান দুর্বৃত্তায়নের রাজনীতি, দুর্নীতির রাজনৈতিক অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর মধ্যে দিয়ে যে ফ্যাসিবাদের পাটাতন কায়েম হয়েছিল যেখানে মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও ন্যায়নীতি কেবলই ফাঁকাবুলির মতো শোনা যেতো; ছাত্র-জনতার জুলাইয়ে দীর্ঘ রক্তিম নাজরানার মাধ্যমে সে জুলুমের অবসান হলেও মানুষের মানবিক মর্যাদার পূর্ণাঙ্গ বিকাশ, অর্থনৈতিক আজাদি, ইনসাফ ও ন্যায়নীতির প্রতিষ্ঠা সম্ভব হয়নি।
রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) জুলাই গণঅভ্যুত্থান শক্তির একটা রাজনৈতিক উদ্যোগ। বাংলাদেশে মধ্যম ডানপন্থী ধারার (Centre-Right) রাজনৈতিক আদর্শ অনুসরণ করে জুলাই অভ্যুত্থান কে বিপ্লবে রুপান্তর করাই এর উদ্দেশ্য। রক্তরাঙা জুলাইয়ের অনুপ্রেরণার ভিত্তিতে বাংলাদেশে ফ্যাসিবাদী কাঠামোর মূলোৎপাটন, আঞ্চলিক আধিপত্যবাদ বিরোধী অবস্থান, বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং দলীয় আভ্যন্তরীণ পরিবেশ থেকে রাষ্ট্রীয় কাঠামো পর্যন্ত সুস্থ ও টেকসই গণতান্ত্রিক চর্চা চলমান রাখা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং ধর্মবিদ্বেষের বিপরীতে ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের পক্ষে লড়াই করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে গঠিত হয়েছে আপ বাংলাদেশ।
গতকাল ৯ই মে, ২০২৫, কেন্দ্রীয় শহীদ মিনারে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে আপ বাংলাদেশের ৮২ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। আহবায়ক কমিটির অর্গানোগ্রাম ঘোষণা করেন শহীদ ওসমান পাটোয়ারীর পিতা আব্দুর রহমান এবং পরবর্তীতে আহবায়ক আলী আহসান জুনায়েদ কেন্দ্রীয় সদস্যদের নাম ঘোষণা করেন।
আহ্বায়ক কমিটি
আহবায়ক: আলী আহসান জুনায়েদ
সদস্য সচিব: আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ
মুখপাত্র: শাহরিন সুলতানা ইরা
প্রধান সমন্বয়কারী: রাফে সালমান রিফাত
প্রধান সংগঠক: নাঈম আহমাদ
কেন্দ্রীয় সদস্যঃ
১। মোহাম্মদ রিদওয়ান হাসান
২। এডভোকেট আব্দুল আলিম
৩। মোঃ জসিম উদ্দিন
৪। জাহিদুর রহমান
৫। রবিউল করিম
৬। মুরাদ হোসেন
৭। সাজ্জাদ হোসেন
৮। ফায়াজ শাহেদ
৯। কাজী সালমান
১০। আল মাহমুদ
১১। দিলারা খানম
১২। সুলতান মারুফ তালহা
১৩। আবরার হামিম
১৪। ডা. জাহিদ হাসান
১৫। মাসুদ রানা
১৬। আসমা উল হুসনা
১৭। ফারজানা আক্তার
১৮। আহমদ করিম চৌধুরী
১৯। আব্দুল আজিজ ভূঁইয়া
২০। নজরুল ইসলাম
২১। উমার রাজী আল ফারুক
২২। ফারহা জাবীন লিরা
২৩। কাজী আহনাফ তাহমিদ
২৪। বখতিয়ার মুজাহিদ সিয়াম
২৫। আলী আম্মার মুয়াজ
২৬। আহছান উল্লাহ
২৭। তৌসিব মাহমুদ সোহান
২৮। পুষ্টিবিদ মোঃ রায়হানুল ইসলাম
২৯। সাইফুল ইসলাম সুজন
৩০। আবদুল কাইয়ূম সৌরভ
৩১। মো. আল আমিন রিফাত
৩২। বদরে আলম শাহীন
৩৩। মুয়াজ বিন মাহমুদ
৩৪। ফারহানা শারমিন শুচি
৩৫। মাসুমা বিল্লাহ (সাবিহা)
৩৬। মুত্তাকী বিন মুনির
৩৭। মীর ছিবগাতুল্লাহ তকি
৩৮। মো. দ্বীন ইসলাম
৩৯। এডভোকেট সানাউল্লাহ পাটোয়ারী
৪০। জি এম ফারুক
৪১। মোঃ মোশারফ হোসাইন
৪২। এডভোকেট সাদ্দাম হোসাইন
৪৩। প্রকৌশলী এম. ওয়ালিউল্লাহ
৪৪। রাহাত বিন সায়েফ
৪৫। সাদাব মুবতাসিম প্রান্তিক
৪৬। তামজীদুল ইসলাম
৪৭। আরাফাত ই রাব্বি প্রিন্স
৪৮। রিজওয়ানুল বারী
৪৯। সরোজ মেহেদী
৫০। দেলোয়ার হাসান শিশির
৫১। নাঈমুর রহমান দুর্জয়
৫২। জায়েদ হাসনাইন
৫৩। তানভীর আজম
৫৪। নাহিদা মুসাররাত
৫৫। শেখ স্বপ্নীল হক আদিবা
৫৬। আব্দুল্লাহ নাসের
৫৭। মো: সুয়াইব হাসান
৫৮। মো: তানভীর আহমেদ
৫৯। আনিছুর রহমান
৬০। হাসান মাহমুদ
৬১। মোঃ শাহজালাল
৬২। জেরিন তাহসিন
৬৩। আল ইমরান সুজন
৬৪। মোহাম্মদ মাহবুবুর রহমান
৬৫। কাউসার আলম
৬৬। সিরাজুম মনিরা
৬৭। মুহাম্মদ বুরহান উদ্দীন নোমান
৬৮। মিনহাজুর রহমান রেজবী
৬৯। আব্দুল্লাহ আল মিনহাজ
৭০। মোস্তফা মাহাথির
৭১। সাইফুল্লাহ আল গালিব
৭২। মাহমুদুল হাসান বাহার (প্রিয়ত)
৭৩। মিসবাউর রহমান (আসিম)
৭৪। মহিউদ্দিন হাসান
৭৫। সাইদুল ইসলাম
৭৬। নোমান আব্দুল্লাহ
৭৭। মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net