1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিমুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ রাজধানীর রূপনগর, ট- ব্লকে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন- মাহবুব আলম মন্টু  জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ সম্পূর্ণ নতুন আঙ্গিকে ইসলামিক ও আধুনিকতার ছোঁয়ায় ইংলিশ ও বাংলা ভার্সনে ব্যতিক্রমী আল-ফালাহ এস আলী মডেল মাদ্রাসার যাত্রা শুরু  গণ অধিকার পরিষদের সভাপতি নুর সহ নেতাকর্মীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে “সুশীল ফোরাম “ প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের বৈঠক রোববার নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, ব্যবস্থা নেয়ার আশ্বাস ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না : সালাহউদ্দিন ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত

শিমুলিয়ায় জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৬৩ বার

সাভার, আশুলিয়া প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন সুশৃঙ্খল ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) ফজরের নামাজের পর কোনাপাড়া উসমান বিন আফফান মাদরাসা মিলনায়তনে (পুকুরপাড়, জিরানী) এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মো. মোখরেজুল হোসাইন মুকুল এবং সঞ্চালনা করেন ওয়ার্ড জামায়াত সভাপতি মো. আল আমিন লস্কর।

প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী আশুলিয়া থানা শাখার বায়তুলমাল সেক্রেটারি মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা জামায়াতের সাবেক আমির মো. আকতারুল ইসলাম এবং আশুলিয়া থানা শাখার প্রচার ও মিডিয়া সেক্রেটারি মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের নির্বাচন বিষয়ক সেক্রেটারি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামান মনির।

আরও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. মাওলানা মো. মাহমুদুল হাসান এবং বায়তুলমাল সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মো. মোফাস্সিল হক সহ আরও অনেকেই।

ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সম্মেলনে সাংগঠনিক পরিকল্পনা, বায়তুলমাল সপ্তাহের তাৎপর্য ও দায়িত্বশীলদের জন্য দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। কর্মীদের উদ্দেশে আগামী দিনের করণীয় ও কর্মপরিকল্পনা তুলে ধরেন নেতৃবৃন্দ।

নেতারা বলেন, “ঈদের আনন্দকে কেন্দ্র করে আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও দ্বীনি দায়বদ্ধতা আরও গভীর হয়েছে। এই সফল আয়োজন আমাদের সাংগঠনিক বন্ধনকে আরও মজবুত করবে।”

দোয়া-মুনাজাত ও ইসলামী আদর্শভিত্তিক আলোচনার মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়। আয়োজকরা জানান, এ আয়োজনের মূল লক্ষ্য ছিল ঈদের খুশির পাশাপাশি কর্মীদের মাঝে আদর্শিক চেতনা জাগ্রত ও সাংগঠনিক শক্তি সুদৃঢ় করা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net