বিশেষ প্রতিনিধি:
নোয়াখালী জেলার প্রবেশদ্বার সোনাইমুড়ী উপজেলাকে স্বতন্ত্র ভাবে আলাদা নির্বাচনী আসন ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৪ জুলাই) বিকাল ৫.০০টায় সোনাইমুড়ী বাইপাস চত্বরে বিশাল মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সমমনা রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সোনাইমুড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও চাষিরহাট ইউপি চেয়ারম্যান হানিফ মোল্লা, জামায়াত মনোনীত সোনাইমুড়ি পৌরসভা মেয়র প্রার্থী মাওলানা হিফজুর রহমান, সোনাইমুড়ি পৌরসভা জামায়াতের আমির আব্দুল মতিন,সোনাইমুড়ি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী জেলা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, সোনাইমুড়ি প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন ভূঁইয়া, সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর শামসুল আরেফিন জাফর প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন ২০০৫ সালে সোনাইমুড়ি উপজেলা বেগমগঞ্জ উপজেলা থেকে ভাগ হয়ে উপজেলার মর্যাদা লাভ করলেও সোনাইমুড়ি উপজেলাটি নানান দিক থেকে পিছিয়ে পড়ে। বিগত বছরগুলোতে সোনাইমুড়ি উপজেলাকে কখনো সেনবাগ উপজেলার সাথে আবার কখনো চাটখিল উপজেলার সাথে যুক্ত করে নির্বাচনী আসন সীমানা নির্ধারণ করা হয়েছে। এতে করে নোয়াখালীর প্রবেশদ্বার খ্যাত সোনাইমুড়ি উপজেলা সব সময় নাগরিক সেবা থেকে শুরু করে সকল সুযোগ-সুবিধা থেকে পিছিয়ে পড়েছে। বক্তারা বলেন সাম্প্রতিক সময়ে আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে সোনাইমুড়ি উপজেলাকে আবারও বেগমগঞ্জ উপজেলার সাথে নির্বাচনী আসনের জন্য প্রস্তাবনা করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। সোনাইমুড়ী উপজেলায় প্রায় ১০ লক্ষ লোকের বসবাস এবং প্রায় তিন লাখ আশি হাজার ভোটার রয়েছে । এই মানুষগুলো নাগরিক বিভিন্ন সুযোগ-সুবিধার পেতে কখনো চাটখিল কখনো সেনবাগে ছুটে যেতে হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন আমাদের একটাই দাবি সোনাইমুড়ি উপজেলাকে স্বতন্ত্র নির্বাচনী আসন হিসেবে ঘোষণা করতে হবে। না হয় সোনাইমুড়ি উপজেলার ১০ লক্ষ মানুষকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
এছাড়াও সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সাহাব উদ্দিন বলেন নোয়াখালীতে ট্রেন বরাদ্ধ দিয়েও এখন টালবাহানা চলতেছে আমরা বলতে চাই আগামী একমাসের মধ্যে যদি আমাদেরকে বিরতিহীন ট্রেন না দেওয়া হয় তাহলে আমরা
কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
মানববন্ধনে উপস্থিত থেকে একাত্মতা ঘোষণা করেন, সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক,আইনজীবী,শিক্ষক প্রতিনিধি সহ সর্বস্তরের এলাকাবাসী।