কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক রাজিব মিত্র। ২০১৯ সালের ১১ এপ্রিল থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত। ছয় বছরেরও বেশি সময় অনুপস্থিত থাকলেও কারও কাছ থেকে তিনি ছুটিও নেননি, কাউকে কিছু জানানওনি।
শুধু রাজিব মিত্র নন, তার মতো গুরুদয়াল সরকারি কলেজের আরও দুইজন শিক্ষক ছুটি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার (১৩ আগস্ট) অধিদপ্তরের কলেজ-১ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ সফিউল বশরের সই করা নোটিশ থেকে এ তথ্য জানা যায়। নোটিশে তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় কেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
শোকজপ্রাপ্ত শিক্ষকগণ হলেন, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক রাজিব মিত্র (২০১৯ সালের ১১ এপ্রিল থেকে অনুপস্থিত), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক তাহমিনা আখতার (২০১৯ সালের ১৪ জুন থেকে অনুপস্থিত), উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক অপর্ণা রানী দাস (২০২৪ সালের ১৩ আগস্ট থেকে অনুপস্থিত)।
গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ আ. ন. ম. মোশতাকুর রহমান বলেন, তিনজন শিক্ষক বহি:বাংলাদশ ছুটিতে ছিল। এর মধ্যে সহকারী অধ্যাপক রাজিব মিত্র চাকরি ছেড়ে দিবেন। প্রভাষক তাহমিনা আখতার যোগদান করতে চেয়েছিলেন, কিন্তু মন্ত্রণালয় অনুমোদন দেয়নি। আর প্রভাষক অপর্ণা রানী দাসের যোগদানের প্রক্রিয়া চললাম।