৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে হত্যা কান্ডের মূল নায়ক ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ সকল আসামীদের মামলার রায় প্রকাশে নাশকতা এড়াতে চন্দনাইশে বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন বিএনপি, এলডিপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল ১৭ নভেম্বর সকাল থেকে রায় প্রচার পর্যন্ত গাছবাড়িয়া কলেজ গেইটে এলডিপি, খাঁনহাটে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নাশকতা এড়াতে কঠোরভাবে অবস্থান নেয়। এ সময় তারা ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন অপকর্ম তুলে ধরে বক্তব্য রাখেন। পরে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে।