আবু হুমাইর, টেকনাফ
বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই তিনটি ইঞ্জিনচালিত বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় চোরাচালানে জড়িত ৩০ জন মাঝি-মাল্লাকে আটক করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে এই অভিযান পরিচালনা করা হয়।
নৌবাহিনীর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চট্টগ্রাম ও নোয়াখালীর সোলেমান বাজার, লক্ষীরচর ও সুবর্ণচর এলাকা থেকে সিমেন্টবোঝাই বোটগুলো মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হয়। এমন তথ্যের ভিত্তিতে সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজ ও বোটসমূহ সেন্টমার্টিন ও আশপাশের এলাকায় টহল জোরদার করে।
টহলকালে নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা সন্দেহজনক তিনটি ইঞ্জিনচালিত বোট শনাক্ত করে। থামার নির্দেশ দিলে বোটগুলো পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে নৌবাহিনী বোট তিনটি আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, আটককৃত এফবি আল্লাহর দান, এফবি আলাউদ্দিন-১ এবং এফবি আলাউদ্দিন-২ নামের বোটগুলো তল্লাশি করে মোট ১ হাজার ৫৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। জব্দকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত ৩০ জন মাঝি-মাল্লাকে আটক করা হয়।
জব্দকৃত বোট, মালামাল এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।