1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা চৌদ্দগ্রাম থানার ওসির সাথে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত টেকনাফ-সেন্টমার্টিন নৌ–রুটে স্পিডবোট ডুবি, মা–মেয়ের মর্মান্তিক মৃত্যু দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়েই খালেদা জিয়ার চিকিৎসা চলছে: ফখরুল গ্লোবাল সোর্সিং এক্সপো আয়োজন সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ : বাণিজ্য উপদেষ্টা বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়নে ‘সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫’ জারি প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড নির্বাচনকে উৎসবমুখর করতে কাজ করছে প্রশাসন-রামগড়ে জেলা প্রশাসক আনোয়ার সাদাত আইনের পথ পেরিয়ে বিশ্বমঞ্চে: আজ তরুণ অর্ক রায়ের অনুপ্রেরণার জন্মদিন মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন : ডা. জাহিদ

নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১ বার

মো. শাহ্জালাল মিয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী ৮ দলীয় ঐক্যজোটের কার্যক্রম জোরদার হয়েছে।

 

নির্বাচনী মাঠে নিজেদের উপস্থিতি শক্তভাবে জানান দিতে মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামসাদী এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে এক যৌথ আলোচনা সভা আয়োজন করা হয়।

 

সভায় ঐক্যজোটভুক্ত পাঁচ দলের এমপি পদপ্রার্থী একত্রে বসে নির্বাচনে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। এতে এলাকাবাসীর মধ্যেও নির্বাচনী উত্তাপ আরও বেড়ে গেছে।

 

এ সময় সভায় যে পাঁচ জন এমপি পদপ্রার্থী উপস্থিত ছিলেন তাঁরা হলেন- প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী (দাঁড়িপাল্লা প্রতীক)।

 

আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, খেলাফত আন্দোলনের প্রার্থী (বটগাছ প্রতিক)।

 

মাওলানা শাহজাহান শিবলী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী (রিকশা প্রতীক)।

 

মো. ফারুক আহমেদ মুন্সী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী (হাতপাখা প্রতীক)।

 

মুফতি সিরাজুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী (দেয়াল ঘড়ি প্রতীক)।

 

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন স্থানীয় পাঁচ দলের থানা আমির, সেক্রেটারি এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

 

সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে ইসলামী ৮ দলীয় ঐক্যজোটের সম্মিলিত অংশগ্রহণকে “জনগণের প্রত্যাশার প্রতিফলন” বলে দাবি করেন। তাঁরা আরো বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য এ ঐক্যের বিকল্প নেই।

 

একজন প্রার্থী বলেন, “মহান আল্লাহ জনগণের এই ঐক্য কবুল করুন। এবার ইসলামপন্থী শক্তিই সংসদে দায়িত্ব নেবে -এটাই আমাদের বিশ্বাস।”

 

আরেকজন প্রার্থী বলেন, আমরা প্রতীক যাই হোক, লক্ষ্য এক -ধর্মীয় মূল্যবোধ রক্ষা করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। সোনারগাঁবাসীর ভালোবাসাই আমাদের শক্তি।

 

এলাকাবাসীর প্রতিক্রিয়া

সভাস্থলে উপস্থিত অনেকেই জানান, বহুদিন পর ইসলামী দলগুলোর এমন ঐক্যবদ্ধ উপস্থিতি তাঁরা দেখলেন। কেউ কেউ মনে করেন, এতে নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হতে পারে। আবার অনেকে মনে করেন, ঐক্যজোটের ভোটব্যাংক থাকলেও আসনটিতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে প্রধান দুই রাজনৈতিক শক্তির মধ্যেই।

 

 

নারায়ণগঞ্জ-০৩ আসনটি সবসময় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। শিল্পাঞ্চল, পর্যটনকেন্দ্র ও ঘনবসতিপূর্ণ এই সোনারগাঁ এলাকায় বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী রাজনৈতিক মাঠে সক্রিয় হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ৮ দলীয় ঐক্যজোটের এই যৌথ উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 

সভা শেষে প্রার্থীরা নির্বাচনী মাঠে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং শিগগিরই বড় আকারের কয়েকটি জনসভা করার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net