নিজস্ব প্রতিবেক
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সোনারগাঁয়ে মানববন্ধন করেছেন আলেম সমাজ ও সাধারণ জনগণ।
বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক আনন্দবাজার হাটে বৈদ্যেরবাজার ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আলেম, মসজিদের খতিব-ইমাম ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দাঁড়িপাল্লার প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া একজন শিক্ষিত, সৎ ও জনপ্রিয় নেতা। নির্বাচন বিধি অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরও তাঁকে ঘিরে যে ষড়যন্ত্র চলছে, তা উদ্দেশ্যপ্রণোদিত বলে তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, ভোট একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও সাক্ষ্যের মতো। যোগ্য ও সৎ প্রার্থী থাকা সত্ত্বেও জনগণের ওপর অন্য কোনো প্রার্থী চাপিয়ে দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের উদ্যোগ বন্ধের দাবি জানান।
মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা জানান, এই আসনে প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়াই সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী। তাঁর বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্র বন্ধ না হলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।