মো. বশির উদ্দিন,ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় র্যাব-১০ এর (সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্প) অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত গভীর রাতে রাত র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মিরপাড়া পূর্ব গ্রাম টিম্বার নামে একটি স্ব-মিল সংলগ্ন থেকে ওইসব গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এদিকে শনিবার বেলা ১১ টার দিকে গ্রেনেডগুলো ডেমরা থানায় হস্তান্তর করেন র্যাব-১০ এর ওয়ারেন্ট অফিসার সোহেল মিয়া।
র্যাব-১০ সদস্যরা বলছেন, গত জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পাঁচটি গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এগুলো ধাতব লিভারযুক্ত অবিস্ফোরিত গ্রেনেড সদৃশ বস্তু। এদিকে দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা বলেন, ডেমরা-রামপুরা সড়ক সংলগ্ন স-মিলের বিপরীতে ড্রেনের পাশ থেকে গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এসব গ্রেনেড আদালতের নির্দেশ নিয়ে ধ্বংস করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।