৩১ দফার লিফলেট বিতরণে জনতার ঢল
এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লক্ষ্য রেখে বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে লিফলেট নিয়ে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা জুড়ে নির্বাচনী প্রচারণায় মগ্ন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম।
দুই উপজেলার বিএনপির সাংগঠনিক কর্মসূচি নিয়ে প্রতিদিন এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে উঠান বৈঠক,এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে ঘুরে ঘুরে ভোটারদের কাছে যাচ্ছেন তিনি।গ্রামের পাড়া-মহল্লা, দোকান-পাট ঘুরে ভোটারদের হাতে তারেক রহমানের ৩১ দফার লিফলেট পৌঁছে দেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনের নিজের প্রার্থীতার জানান দিয়ে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন তিনি।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৫ টায় লাকসাম মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নে শ্রীয়াং উচ্চ বিদ্যালয়ে মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সিরাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু, নুরুন্নবী মজুমদার, মাসুদ রানা মাসুদ,মোস্তফা কামাল, সৈয়দ হোসেন শহিদ, আবুল বাসার মাষ্টার, মাওলানা মন্নান, নুর মোহাম্মদ,সোহেল রানা, জয়নাল আবেদীন, সেলিম মিয়া প্রমুখ।