সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁওয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি খুন তা নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গরু বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম সামিয়া আক্তার (১৮)। তিনি ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং চলতি বছরে এসএসসি পরীক্ষার্থী। সামিয়া পোকখালী ইউনিয়নের নাইক্ষংদিয়া এলাকার সৌদি প্রবাসী সোলতান আহমদের কন্যা।
স্থানীয় ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন জানান, বিকেলে স্কুল ও কোচিং শেষ করে সামিয়া বাসায় ফেরে। পরে সন্ধ্যায় তার মা ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে শয়নকক্ষে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।
খবর পেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সুরতহাল প্রতিবেদন শেষে লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।