1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে করোনা উপসর্গে প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়কের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মবের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে একটি কুচক্রীমহল: মির্জা ফখরুল নবীনগরে ‘আমিও পারবো’ শীর্ষক উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতি ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে: জামায়াত আমির আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল : তারেক রহমান আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না’ দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা সোনাইমুড়ী উপজেলাবাসীর আলাদা সংসদীয় আসন ঘোষণা ও বিরতিহীন ট্রেনের দাবিতে জামায়াতের মানববন্ধন

নাঙ্গলকোটে করোনা উপসর্গে প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়কের মৃত্যু

নাঙ্গলকোট থানার ওসি ও তার স্ত্রীসহ ৮জনের করোনা পজিটিভ শনাক্ত, মোট শনাক্ত ৮৮

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২০৫ বার

জামাল উদ্দিন স্বপন:
বুধবার থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী এবং তার স্ত্রীসহ ৮জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদিকে করোনা উপসর্গে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক রফিকুল ইসলামের (৬০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার পেড়িয়া ইউনিয়রেন শ্রীফলিয়া গ্রামের মৃত আহমেদুল্লাহর ছেলে। রফিকুল ইসলাম আগামী ৬ জুলাই অবসরজনিত ছুটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেলিনে। ইতিমধ্যে তার অবসরজনিত ছুটি মঞ্জুর হয়েছে। তিনি শারিরীক অসুস্থতা নিয়ে সোমবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার বিকেলে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

এদিকে গতকাল বুধবার নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ও তার স্ত্রীসহ ৮জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। অন্যরা হলেন, উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের বেরী গ্রামের ১জন, পৌরসদরের ৪ জন এবং মৌকারা ইউনিয়নের খাচাচৌ গ্রামের ১জন। ঢালুয়া ইউনিয়রেন পোষাই গ্রামের মৃত সামছুল হকের (৩৩) করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি গত ১১ জুন চট্রগ্রাম থেকে করোনা আক্রান্ত হয়ে বাড়িতে মারা যান।

উপজেলায় মোট আক্রান্ত ৮৮জন। গতকাল সুস্থ ৫জনসহ মোট সুস্থ ৫৩জন। ৩৫জন চিকিৎসাধীন আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেব দাস দেব বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজকের পজিটিভ আক্রান্ত সবার গত ৫/৬দিন পূর্বে নমুনা সংগ্রহের পর থেকে তাদের চিকিৎসা শুরু হয়েছে। করোনা নিয়ন্ত্রণে আইসোলেশন, হোম কোয়ারেন্টাইন ও লক ডাউনের বিকল্প নেই। করোনা ভালো হতে ১৪ দিন, ২১ দিন অথবা ২৮ দিন সময় লাগতে পারে। এসময়টা করোনার জন্য অত্যন্ত কঠিন সময়। তিনি এলাকাবাসীকে বাহিরে বের হলে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরা, এক জনের সাথে একজনের ৩/৪ফুট দুরত্ব বজায় রাখা, বার-বার সাবান দিয়ে হাত ধোয়া। হাত ধোয়া ছাড়া চোখ, নাক ও মুখে হাত দেয়া যাবে না বলে তিনি জানান। তিনি কারো জ¦র, সর্দি ও কাশি হলে স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করতে বলেন। যাতে করে দ্রুত নমুনা সংগ্রহ করা যায়। তিনি এলাকাবাসীকে সচেতনতার উপর জোর দেন। তিনি আরো বলেন, এলাকাবাসী সচেতন হলে করোনা সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব।

এর আগে গত ১১ জুন নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরীর বাসার কাজের ছেলে করোনা পজিটিভ শনাক্ত হন। কাজের ছেলের করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় তাদের নমুনা সংগ্রহ করা হয়ে।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আলহামদুলিল্লাহ আমার স্ত্রীসহ আমি ভালো আছি। আমি ১৪দিনের হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি। আমার প্রয়োজনীয় নির্দেশনা মোতাবেক উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নাঙ্গলকোট থানা পুলিশ কাজ করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net