1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেবের ১০ ছবি, শাকিবের কাজের দরজা বন্ধ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ মে ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় মহানবী (সাঃ)কে নিয়ে কুটুক্তি করায় দুটি বাড়িতে আগুন! সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক শেষ সময়ে রাত -দিন এক করে প্রার্থীরা বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন । অন্যদিকে বিএনপি ভোট বর্জনের লিফলেট বিতরণে মরিয়া হয়ে উঠেছেন চৌদ্দগ্রামে বজ্রপাতে মাটিকাটার শ্রমিক নিহত প্রক্টরের অপসারণের দাবিতে কুবি শিক্ষকের পাশে এবার সহকর্মীরা চন্দনাইশে বৌদ্ধ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নিবু বড়ুয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন  নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী সোহাগ দাবি আদায়ের লক্ষ্যে দশম দিনের মতো কুবি শিক্ষকদের অবস্থান তিতাসে ওমান প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচারের অভিযোগ বাংলাভাষাকে ধ্রুপদী ভাষা ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ – Mengenal Lebih Dekat Slot Fortune Dragon

দেবের ১০ ছবি, শাকিবের কাজের দরজা বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ১৯১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বাংলাদেশের ১০ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার সুপারস্টার দেব। এরই মধ্যে তিনি অংশ নিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ‘কমান্ডো’ ছবির শুটিংয়ে। এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দেবকে নিয়ে মোট ১০টি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন এর কর্ণধার সেলিম খান।

দেবকে নিয়ে নির্মাণ করতে যাওয়া ছবিগুলোর তালিকায় আছে ‘কমান্ডো-২’, ‘কমান্ডো-৩’, ‘শেরা’, ‘সমাপ্তি’, ‘অধ্যায়’, ‘আশ্রয়’, ‘কালবেলা’, ‘খোয়াবনামা’, ‘পিলু’ ও ‘লকডাউন’।

নতুন ছবিগুলোতে দেবকে নেওয়ার প্রসঙ্গে সেলিম খান বলেন, ‘দুই বাংলার দর্শকদের কথা ভেবে ছবিগুলো নির্মাণ করা হচ্ছে। এতে শুধুমাত্র নায়ক হিসেবে আমরা দেবকে নিচ্ছি। কারণ আমরা দুই বাংলার মার্কেট ধরতে চাই। দেবও এতে অভিনয়ের বিষয়ে সম্মতি দিয়েছেন। দেব ছাড়া বেশির ভাগ শিল্পীই বাংলাদেশের। নায়িকাও থাকবেন বাংলাদেশের। ঢাকা ও পশ্চিমবঙ্গে একযোগে ছবিগুলো মুক্তি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে, সম্প্রতি শোবিজপাড়ায় খবর রটেছে শাপলা মিডিয়ার হয়ে আবারও কাজ করবেন শাকিব খান। এজন্য কম পারিশ্রমিকও নেবেন এই চিত্রনায়ক।

শাকিব খানের সঙ্গে কাজ করার বিষয়ে জানতে চাইলে সেলিম খান আরও বলেন, ‘শাকিব আমার ছোট ভাইয়ের মতো। তবে তাকে নিয়ে কাজের বিষয়ে এখন আমরা কিছুই ভাবছি না। বলতে পারেন আপাতত সেই দরজা বন্ধ। দুই বাংলার দর্শকদের চাহিদার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত। ওপার বাংলায় দেবের একটা চাহিদা রয়েছে। বাংলাদেশেও দেব বেশ জনপ্রিয়।’

উল্লেখ্য, ২০১৬ সালে শাকিব খান আপত্তিকর বিভিন্ন মন্তব্য করার কারণে চলচ্চিত্র পরিবারের রোষানলে পড়েন। তখন সবাই তাকে বয়কট করেন। তাকে নিয়ে ছবি নির্মাণ করাও বন্ধ করে দেন চলচ্চিত্র পরিচালকরা। সেই সময় তাকে নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। এরপর শাকিবকে নিয়ে বেশ কিছু ছবি প্রযোজনাও করেন তিনি। কিন্তু শিডিউল জটিলতাসহ বিভিন্ন বিষয় নিয়ে এক সময় তাদের মধ্যে সম্পর্কে ভাটা পড়ে। ওই সময়ই সাত দিনের আল্টিমেটাম দেন সেলিম খান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম