মােঃ সাইফুল্লাহঃ
মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৬ সেপ্টেম্বর রবিবার উপজেলার গরীব, দুঃস্থ, কর্মহীন, অগ্নিদগ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে করোনাকালীন চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার ৮ ইউনিয়নের ২০ জন ব্যক্তির মাঝে এ চেক তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এ চেক তুলে দেন। চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল সহ আরো অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর জানান, অর্থের পরিমাণ অল্প হলেও ভুক্তভোগীদের বেশ কিছুটা উপকার হবে।