কে এম ইউসুফ :
হাটহাজারী উপজেলার ২নং ধলই ইউনিয়নের হাধুরখীল আহমদিয়া তজবিদুল কোরআন মহিলা দাখিল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সহ-সম্পাদক ও হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার বদরুল আলম চৌধুরী।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পক্ষে রেজিস্ট্রার স্বাক্ষরিত পত্রে নবগঠিত পরিচালনা কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
এতে সদস্য সচিব পদে মাদরাসা সুপার, অভিভাবক প্রতিনিধি সদস্য শেখ মাওলানা বশিরুল আলম ও সাধারণ শিক্ষক সদস্য মোহাম্মদ রবিউল হোসেনকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের পক্ষে রেজিস্টার স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গর্ভনিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯ এর ৩৯ এর প্রবিধান অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগসহ সকল দায়িত্ব পালন করবে।