1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর শিবপুরে ছুরিকাঘাতে ওয়ার্ড আওয়ামীলীগের নেতা নিহত, ঘাতক আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে ছুরিকাঘাতে ওয়ার্ড আওয়ামীলীগের নেতা নিহত, ঘাতক আটক

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ১৭১ বার

নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে শিবপুর উপজেলার চরসুজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকাবাসী ঘাতক মামুনকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেন। নিহত আরিফুল ইসলাম রুবেল (২৭) চরসুজাপুর গ্রামের জালাল উদ্দিন মোল্লার ছেলে। সে পুটিয়া ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, বাড়ির সিমানা ও জমি সংক্রান্ত বিষয় নিয়ে নিহত আরিফুল ইসলাম রুবেল এর বাবা নূরুউদ্দিন মোল্লার সাথে একই গ্রামের মামুনদেও বিরোধ চলে আসছিল। সম্প্রতি মামুন নুরুউদ্দিন জমিতে বাউন্ডারী ওয়াল দেন। এনিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেন। বিষয়টি সমাধানের জন্য নিহতের বাবা শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানের নিকট দারস্থ হয়। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়াম্যানের উপস্থিতিতে সালিস বৈঠক হয়। সালিসে নিহত রুবেলদের পক্ষে রায় দেন শালিসের বিচারকরা। কিন্তু বিচার মানতে নারাজ প্রতিপক্ষ। পরে শালিস শেষে বিচারকরা চলে যাওয়ার পর মামুন অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র সাবল নিয়ে রুবেলের গলায় আঘাত করে। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হয়ে তাকে ঢাকায় প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পর পরই স্থানয়ীরা ঘাতক মামুনকে আটক করে গণ ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবুল কালাম বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে হত্যাকান্ড সংগঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net