শামীমুর রহমান, নাঙ্গলকোট
কুমিল্লার নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৬৬তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফিতা কেটে ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্যাংকের কুমিল্লা জেলা এরিয়া ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে স্থানীয় পর্যায়ে বক্তব্য রাখেন—উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, পৌর মেয়র আবদুল মালেক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাদেক হোসেন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন—অধ্যক্ষ নুরুল্লা মজুমদার, ব্যাংকের নাঙ্গলকোট শাখা ব্যবস্থাপনা পরিচালক আবু নাঈম, মৌরকা দরবার শরীফের পীর মাওলানা নেছার উদ্দান, ইউপি চেয়ারম্যানের আবু তাহের, শাহজাহান মজুমদার, জালাল আহাম্মদ ভূঁইয়া, আবুল খায়ের আবু, তৌহিদুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সংগঠন সম্পাদক মজিবুর রহমান মিন্টু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমন, শেখ রাসেল ও ছোট আলম প্রমুখ।
নাঙ্গলকোট পৌর বাজারের হাজী আলী আকবর প্লাজার দ্বিতীয় তলায় ফিতা কেটে ইসলামী ব্যাংকের নাঙ্গলকোট শাখার উদ্বোধন করেন অতিথিরা।