রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
জেলার রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকালে ১নং রামগড় ইউনিয়নের খাগড়াবিল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক রামগড় উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্লাহ মারুফ অভিযান চালিয়ে ব্যবসায়ী আব্দুল কাদেরকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২০১০ সালের আইনে দুই লক্ষ টাকা জরিমানা করে উক্ত টাকা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র, ১নং রামগড় ইউপি চেয়ারম্যান মো: শাহআলম মজুমদার, রামগড় থানার এসআই আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ভাঙন রোধ ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন, মাটি কাঁটা ও পাহাড় কাঁটা রোধে প্রশাসন সব সময় সতর্ক দৃষ্টি রাখবে ও জড়িতদের বিরোদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।