1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় ৮১ মিটার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন- হুইপ গিনি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ২০২৪ উদযাপন। নারী অধিকার ও উন্নতির উত্থানে বদরুন নাহার কলির অদম্য উদ্যোগ প্রশংসনীয় THIS SITE HACKED BY BLACK CYBER ZONE ভূঞাপুরে অস্বাভাবিক লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ, হিট স্ট্রোকে নারীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত । আওয়ামীলীগ ১৭ – ১৮ বছরে বাংলাদেশকে একটি  গ্যাস চেম্বারে পরিণত করেছে রাউজানে আইনগত সহায়তা দিবস পালিত কুবিতে পুনরায় ক্লাস চলমান রাখার সিদ্ধান্ত শিক্ষক সমিতির চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক এক্স-রে মেশিন কার্যক্রমের উদ্বোধন আওয়ামী লীগ সরকার কৃষক বান্ধব সরকার : সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক এমপি

গাইবান্ধায় ৮১ মিটার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন- হুইপ গিনি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ১১৯ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধাঃ
উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে অনুর্দ্ধ ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার ভেড়ামারা রেল ব্রীজ সংলগ্ন একটি ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। ভেড়ামারা রেল ব্রীজের পশ্চিম পার্শ্বে ঘাঘট নদীতে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের গাইবান্ধা ভেড়ামারা ৮১ মিটার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।

ভিত্তি প্রস্থর স্থাপনকালে হুইপ গিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। আগের চেয়ে দেশে এখন অনেক উন্নয়ন হয়েছে। দেশের আনাচে-কানাচে সব জায়গায় ব্রীজ, কালভার্ট ও সড়ক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নপূরণে সোনার দেশ বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবীর, গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউর আলম, সদর উপজেলা প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ মোল্লা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, স্থানীয় বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদল, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, খোলাহাটি ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহমুদ সারওয়ার মুক্তা, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী ইব্রাহিম খলিল উলফাত, মাসুম হক্কানী, পল্লী চিকিৎসক আব্দুল লতিফ প্রমুখ। এলজিইডির তত্ত্বাবধানে ব্রীজটি নির্মাণে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৭ কোটি ১৮ লাখ টাকা।

উল্লেখ্য, সদর উপজেলার খোলাহাটি, কুপতলাসহ বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে জনসাধারণের দীর্ঘদিনের দাবি ও দুর্ভোগ লাগবে গাইবান্ধা ভেড়ামারায় ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করায় এলাকার লোকজন ব্যানার নিয়ে স্বত:স্ফুর্তভাবে একটি আনন্দ র‌্যালী বের করে। আনন্দ র‌্যালীর আগে কিশামত বালুয়া এলাকাবাসির পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনিকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে হুইপ গাইবান্ধা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় পৌরসভার পার্লসের মোড়ে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং সদর উপজেলার গাইবান্ধা-লক্ষ্মীপুর সড়কে উজির ধরনীবাড়ি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম