1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় বাজারে পশু বেচাকেনা : অনলাইনভিত্তিক হাটের ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না- ড. ইউনূস সতর্ক না থাকলে আরেকটি এক-এগারো ঘটা অসম্ভব নয়: মির্জা ফখরুল দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির ইসলামী ব্যাংকের এমডি হলেন মোঃ ওমর ফারুক খাঁন নির্বাচন পর্যন্ত চলবে বিশেষ অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি : সালাহউদ্দিন ১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা, গ্রেপ্তার ৬১: টিআইবি জুলাইয়ের বিশ্বাসঘাতকদের প্রতিহত করতে হবে: ডা. তাহের জনকণ্ঠের সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার না করলে দায়দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে বাসা আর বাসভবনের বৈষম্য দূর করতে হবে: মোয়াজ্জেম হোসেন আলাল

করোনায় বাজারে পশু বেচাকেনা : অনলাইনভিত্তিক হাটের ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে

___ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার __
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩১৩ বার

করোনা সংক্রমণের মধ্যেও সারাদেশের হাটবাজারে পশু বেচাকেনা চলছে। এসব হাটবাজারে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। এর মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ায় নোয়াখালীর হাতিয়া ও সুনামগঞ্জে দুটি হাট বন্ধ করে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এমতাবস্থায় আসন্ন ঈদুল আজহায় কুরবানির পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ দেখা দেয়া স্বাভাবিক। জানা গেছে, রাজধানীতে কুরবানির পশু বেচাকেনার জন্য এবার দুটি স্থায়ীসহ ২৫টি হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে দুই সিটি করপোরেশন। সিটি করপোরেশন জানায়, পশুর হাট বসলে স্বাস্থ্যবিধির বিষয়ে কঠোর থাকবে তারা। স্বাস্থ্যবিধি মেনে কুরবানির পশুর হাট বসানো কি সম্ভব? এমন পরিস্থিতিতে পশু কেনাবেচা করলে মানুষের ভিড়ে করোনা ভাইরাসের সংক্রমণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই প্রেক্ষাপটে ভার্চুয়াল পশুর হাটই উত্তম বিকল্প ব্যবস্থা হতে পারে। গত বছর আমরা এ সময়ে দেখেছি বিভিন্ন সংগঠন ও উদ্যোক্তা পশু বিক্রির জন্য প্ল্যাটফর্ম গঠন করেছিলেন। ক্রেতারা ঘরে বসেই গরুর ছবি ও ভিডিও দেখা ও লাইভ ওজন জেনে ক্রয় করেছেন। একই সঙ্গে গরু চাষি, খামারি বা ব্যাপারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পেয়েছেন। এরপর নির্দিষ্ট স্থান থেকে অথবা হোম ডেলিভারির ভিত্তিতে অর্থের বিনিময়ে গরু সংগ্রহ করেছেন। এবারো সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে ডিজিটাল হাট বসাতে পারেন। করোনার কারণে অনলাইনে হাট বসানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাটে চাপ কমাতে অনলাইনে হাটের বিকল্প নেই। আমরা মনে করি, যত বেশি অনলাইনে কুরবানির পশু কেনাবেচা হবে, মানুষের স্বাস্থ্যঝুঁকি তত কমবে। অর্থনীতিবিদরা বলছেন, গ্রামীণ অর্থনীতির সঙ্গে কুরবানির পশুর হাটের একটা যোগ আছে। বাংলাদেশের চামড়া শিল্পও অনেকটা নির্ভরশীল কুরবানির ওপরে। পরিকল্পনা করে করোনায় অর্থনীতি সচল রাখা যেতে পারে। কিন্তু এভাবে হাটবাজার খুলে দিলে শেষ পর্যন্ত অর্থনীতিও বাঁচবে না, মানুষও বাঁচবে না। শুধু পশুর হাট নয়, প্রচলিত পদ্ধতিতে পশু কুরবানিও স্বাস্থ্যঝুঁকি বাড়াবে। কিন্তু ঢাকার দুই সিটি করপোরেশনের এখনো এ বিষয়ে কোনো পরিকল্পনা নেই। এখনো সময় আছে, তাই পরিকল্পনা করে কুরবানির পশুর অনলাইন বাজার শক্তিশালী করতে হবে।

এদিকে পশু বিক্রেতাদের দুশ্চিন্তার শেষ নেই।

ঈদুল আজহা সামনে রেখে এবারো দেশে গরু, ছাগল, ভেড়া প্রভৃতি গৃহপালিত পশু বিক্রেতা বা খামারিদের দুর্ভাবনার অবধি নেই। বিদ্যমান ‘কোভিড-১৯’ মহামারী পরিস্থিতিতে এবং এর সাথে বর্ষার বৃষ্টির দরুন ক্রেতার প্রতীক্ষায় থাকা পশুখামার মালিকদের উদ্বেগের অবসান ঘটছে না। লাখ লাখ টাকা তারা জোগাড় করে বিনিয়োগ করেছেন পশুর খামারের পেছনে। পশু মোটাতাজাকরণ, এদের রোগবালাই দূর করা, খামার ব্যবস্থাপনাসহ নানাভাবে প্রত্যেক দিন তাদের বিপুল অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। অপর দিকে মহামারী করোনার প্রাদুর্ভাব, এর সংক্রমণ ও রোগীদের মৃত্যু, সংশ্লিষ্ট আর্থিক দুর্ভোগ ইত্যাদি বাংলাদেশে বেড়েই চলেছে। সরকার এই মহামারীর দ্বিতীয় তরঙ্গ ঠেকাতে কড়াকড়ির সাথে লকডাউন জারি করতে বাধ্য হয়েছে। ফলে বর্তমানে জনজীবন অনেকটা স্থবির। এর সাথে ঝড়ো হাওয়া, বর্ষা ও বন্যা দিন দিন বাড়ছে। এসব মিলিয়ে পশু খামারিরা নিদারুণ দুশ্চিন্তায়।

এতে উল্লেখ করা হয়, প্রতি বছরই কোরবানির ঈদ সামনে রেখে স্বপ্ন আঁকেন খামারি ও কৃষকরা। কিন্তু করোনায় এবারে এ বাজারে মন্দা। ঈদের দিন যত এগিয়ে আসছে, গরু ও ছাগল পালনে নিয়োজিত খামারি কৃষকদের উৎকণ্ঠা তত বৃদ্ধি পাচ্ছে। আরো জানানো হয়েছে বিশেষত ভারতের সীমান্তবর্তী কুষ্টিয়া জেলার পরিস্থিতি। এ জেলা ভাইরাসজনিত মহামারী কোভিডের দিক থেকে অনেক জেলার চেয়ে সংক্রমণ ও মৃত্যুর বেলায় এগিয়ে। করোনা রোগের আতঙ্কে কুষ্টিয়া অঞ্চলে অন্য স্থানের মানুষ আসছে না। মহামারীর প্রাদুর্ভাব ও মৃত্যু ক্রমবর্ধমান। এর মধ্যে চলছে দেশব্যাপী কঠোর লকডাউন। এই প্রেক্ষাপটে পশুর বিক্রেতাদের দুর্ভোগ ও উদ্বেগের শেষ নেই। অন্যান্য বছর রোজার ঈদের পরই কোরবানির পশু কেনা শুরু হয়ে যায়। অথচ এবার আজো তা শুরু হয়নি প্রধানত মহামারীর ভয়ে। কুষ্টিয়া জেলাতে ৯০ হাজার গরু ও ছাগল কোরবানির জন্য তৈরি বলে জানানো হয়েছে। অবশ্য বেসরকারি সূত্র মতে, এ সংখ্যা অন্তত এর দ্বিগুণ। প্রতিবার দেখা গেছে, দেশের নানা স্থানের ব্যবসায়ীরা কুষ্টিয়ায় এসেছেন রোজার পরপরই কোরবানির পশু কেনার জন্য। ফলে খামার ও চাষির বাড়ি থেকেই এসব পশুর বেশির ভাগ বেচা সম্ভব হতো। তবে এবার উল্টো চিত্র বিরাজমান । লকডাউনে সড়ক ও রেলপথের দিক দিয়ে কুষ্টিয়া এখন বিচ্ছিন্ন। এতে অন্যত্র থেকে বেপারীরা আসতে পারছেন না। তদুপরি, স্থানীয় পশুহাট সবগুলোই বন্ধ রয়েছে লকডাউনের কারণে।

কুষ্টিয়া জেলা প্রাণিসম্পদ অফিসার জানান, এ জেলায় আছে ৬০ হাজার গরু এবং তার অর্ধেক ছাগল। পশুর হাট চালু না হলে এবারকার পশু বাজার সম্পর্কে কিছু বলা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, তাই হাটে না গিয়ে অনলাইনে পশু বিক্রি করার জন্য পরামর্শ দিচ্ছি। আমাদের অফিসগুলো এ জন্য জনগণকে সহায়তা প্রদান করছে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় চাহিদা বেশি দেশী ও ছোট গরুর। বিক্রেতারা এবার পশুর ভালো দাম আশা করছেন। অনেকের অভিমত, কর্তৃপক্ষ জনস্বার্থে গরু বোঝাই ট্রাকের চলাচলের পথ সুগম করে দেবে। একজন খামারির কথা : ‘কোরবানির গরু বেচতে প্রতিবার চট্টগ্রামে যাই। এবারো অর্ধশত গরু নিয়ে তৈরি হয়েছি। তবে শঙ্কা হলো, মহামারী নিয়ে।’ এক কৃষক উদ্বেগের সাথে বলেছেন, ‘আমার স্ত্রী দু’টি গরুর পেছনে অনেক খরচ করে ফেলেছেন। কিন্তু শেষ পর্যন্ত কী হবে?’ নানা শঙ্কা সত্ত্বেও খামারিসহ কৃষকদের প্রত্যাশা, ঈদের আগেই পরিস্থিতির উন্নতি হবে। তাই তারা চাটগাঁ-সিলেটে গরু বিক্রির প্রস্তুতি সারছেন।

আমরাও আশা করছি, ঈদের পশুর হাট দেশে এবার জমে উঠবে। এ জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা জরুরি।

লেখকঃবিশেষ প্রতিবেদক শ্যামল বাংলা ডট নেট | সদস্য ডিইউজে | প্রকাশক বাংলাদেশ জ্ঞান সৃজনশীল প্রকাশনা প্রতিষ্টান

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net