1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এনামুল করিম শহীদ আর নেই - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানা হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেতা কর্মীগণ ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন সঠিক চিকিৎসায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেন মানসিক ভারসাম্যহীন রত্না বেগম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা  নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াল হামদর্দ বালিয়াডাঙ্গীতে অষ্টপ্রহরের দাওয়াত দিতে আত্মীয়র বাড়িতে লাহিড়ীহাটে যাওয়ার পথে ট্রাক্টরচাপায় ১ মোটরসাইকেল চলকের মৃত্যু ! ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মানববন্ধন ! ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ ! ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি ! সৈয়দপুরে শিল্পপতির নির্মাণ কাজে বাধা, মালামাল লুট ও অপপ্রচারের অভিযোগ

ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এনামুল করিম শহীদ আর নেই

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকার-
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৪০২ বার

মঙ্গলবার (০৬ জুলাই) রাত সাড়ে ১০টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম অধ্যক্ষ খন্দকার এনামুল করিম শহীদ সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হন।

এরপর তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তিনি ইন্তেকাল করেন।

সাবেক এই ছাত্রনেতার গ্রামের বাড়ি টাঙ্গাইল। তিনি মওলানা আবদুল হামিদ খান ভাসানী কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন। মরহুমের লাশ তার গ্রামের বাড়িতেই দাফন করা হবে।

১৯৭৯ সালের ১ জানুয়ারি কাজী আসাদকে আহ্বায়ক করে গঠন করা হয় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম কমিটি। এই কমিটিতে খন্দকার এনামুল করিম শহীদ ছিলেন যুগ্ম আহ্বায়ক।

পরবর্তিতে একই বছর আগস্ট মাসে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ভেঙ্গে দিয়ে এনামুল করিম শহীদকে সভাপতি এবং গোলাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এই কমিটির মধ্যদিয়ে বিলুপ্ত হয় ভাসানী ন্যাপ পন্থী ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রদলের’। জাতীয় ছাত্রদলের সদস্যদের সাথে একই সময় ছাত্রলীগের একটি অংশ ছাত্রদলে যোগ দেয়।

১৯৮০ সালের মাঝামাঝি পর্যন্ত এনামুল করিম শহীদ-গোলাম হোসেন কমিটি দায়িত্ব পালন করে।

পরবর্তীতে গোলাম সারোয়ার মিলনকে আহ্বায়ক করে ২১ সদস্যের একটি নুতন কমিটি গঠন করা হয়।

জানা যায়, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন এই সভাপতি বিএনপি থেকে জাতীয় পার্টিতে যোগ দেন এবং পরবর্তীতে আবারও বিএনপিতে ফিরে রাজনীতিতে সক্রিয় ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net