1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৬ মণ ওজনের টাইগার, দাম হাঁকছেন ৬ লাখ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

১৬ মণ ওজনের টাইগার, দাম হাঁকছেন ৬ লাখ

মোঃ জুয়েল রানা, তিতাস:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ১৪৩ বার

কালো শরীরে সাদা ছাপের একটি ষাঁড়। গরুটির ওজন ১৬ মণ! এটি বেড়ে উঠেছে কুমিল্লা তিতাস উপজেলার কড়িকান্দি গ্রামে। এটির মালিক স্থানীয় মতিন মুন্সি। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য তিনি ষাঁড়টির দাম হাঁকছেন ৬ লাখ টাকা! গরুটি দেখতে প্রতিদিনই মতিন মুন্সির বাড়িতে আসছে মানুষ।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, বাড়ির চৌচালা ঘরে গরুটি দুইটি মোটা দড়িতে বেঁধে রাখা হয়েছে। মতিন মুন্সি ও তার স্ত্রী গরুটিকে যত্নসহকারে খড়, ভুসি ও পানি খাওয়াচ্ছে।

মতিন মুন্সি জানান, গরুটি ফিজিয়ান জাতের। এটিকে সখ করে নাম রাখছি টাইগার। এর খাদ্যতালিকায় রয়েছে কাঁচা ঘাস, খড়, ভুসি, ভুট্টা, ডালের গুঁড়া। এতেই ৩৬ মাসে গরুটির ওজন প্রায় ১৬ মণ হয়েছে। এছাড়াও তার সাথে রয়েছে রাজা নামে আরেকটি ষাঁড়। এটিও ২২ মাসে ওজন হয়েছে ১০ মণ। যার দাম হাঁকছেন ৪ লাখ। তিনি আরো বলেন, এ ধরনের গরু লালন–পালন খুবই কষ্টের। পরিবারের একজন সদস্যের মতো করে আমরা গরুটি পালন করেছি। পরিবারের সবাই মিলে যত্ন নিয়ে বড় করেছি। অনেক শ্রম ও অর্থ ব্যয় করতে হয়েছে। আশা করছি টাইগারকে ৬ লাখ ও রাজাকে ৪ লাখ টাকায় গরু ২টি বিক্রি করতে পারবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম