1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও-গোমাতলী সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

ঈদগাঁও-গোমাতলী সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ!

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৪৬ বার

কক্সবাজারের ঈদগাঁও-গোমাতলী সড়কের বাঁশঘাটা এলাকায় ঝড়ে রাস্তায় একটি বড় গাছ পড়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
গাছটি কেটে সরিয়ে নিতে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ ও স্থানীয়রা কাজ করছেন।

ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহষ্পতিবার (২৯ জুলাই) সকালে ঝড় চলাকালে কোনো এক সময় গাছটি সম্পূর্ণ রাস্তাজুড়ে ভেঙ্গে পড়ে পাশ্ববর্তী দুটি ঘর নষ্ট হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুপাশে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

গাছটি পরিষদের উদ্দোগে কেটে সরিয়ে নিচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, গাছটি রাস্তা থেকে সরিয়ে নিতে অন্তত আরও ২/১ ঘণ্টা সময় লাগবে।

স্থানীয়রা জানিয়েছেন,কয়েক দিনের ভারী বর্ষণে সড়কের পাশের একটি বড় গাছ শিকড় উপড়ে সড়কের ওপর পড়ে। এই গাছের ধাক্কায় পাশের ২/১ টি ঘর লন্ডভন্ড হয়েছে।

এতে রাস্তার দুই পাশের যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় গাড়ি থামিয়ে দীর্ঘ সময় যাত্রীদের বসে থাকতে হয়। এ সময় রাস্তার দুই পাশে যানবাহন আটকা পড়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net