1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাতের বৃষ্টি দিনে রাস্তা খোঁড়াখুড়িরতে জলাবদ্ধতা লাকসাম জিআরপি কলোনি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে ডিবি পুলিশ। বুয়েট শিক্ষার্থীদের দাবী-দাওয়া মেনে নেওয়া প্রতিশ্রুতির সাপেক্ষে  শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমে ফেরার প্রতিশ্রুতি চট্টগ্রামের রাউজানে আমের বাম্পার ফলন  ব্যতিক্রর্মী আয়োজনে পালিত হল তিতাস তাকওয়া ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ১০ মাদক ব্যবসায়ি গ্রেফতার – মাদক উদ্ধার ! মহান মে দিবস উপলক্ষে জামায়াতের শ্রমিক র‌্যালি ও সমাবেশ রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা আমরা রিকশা চালাই, আমাদেরও আত্মসম্মানবোধ আছে: বাঁশখালীতে শ্রমিক দিবসে বক্তারা সাতকানিয়ায় এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার বিভিন্ন আয়োজনে বালিয়াডাঙ্গীর লাহিড়ীতে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে

রাতের বৃষ্টি দিনে রাস্তা খোঁড়াখুড়িরতে জলাবদ্ধতা লাকসাম জিআরপি কলোনি

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬০ বার

রাতের বৃষ্টিতে আর রাস্তা খোঁড়াখুড়ির কালভার্ট-ড্রেন বন্ধ ও সরকারী পুকুর-নালা বাঁধ থাকায় সংশ্লিষ্টদের অবহেলা কারণে লাকসাম রেলওয়ে জংশন এলাকায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জংশন কয়েকটি কলোনি বসতঘরে ও অফিস কক্ষে পানি ঢুকে পড়েছে। এতে কলোনির বাসিন্দা এবং অফিসে কর্মকর্তা-কর্মচারীরা দুর্ভোগ পোহাচ্ছেন। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় ও পুকুরে ভরাট পানি দ্রুত সরতে না পারায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে বসবাসকারীরা জানিয়েছে।জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিশুদের নিয়ে বেশি বিপদে পড়েছে তারা।অথচ এই ভোগান্তি দূর করতে সংশ্লিষ্টদের কোনো মাথাব্যথা নেই।
রবি ও সোমবার সরেজমিনে দেখা যায়, লাকসাম রেলওয়ে জংশন জিআরপি থানার সংলগ্ন জিআরপি ৪ টি কলোনিতে রেলওয়ে পুলিশের কর্মকর্তা-কর্মচারীরা তাদের পরিবার নিয়ে বসবাস করেন। কলোনির পাশে রয়েছে কয়েকটি পুকুর ওই পুকুরে মাছের চাষ করার জন্য স্থানীয় ব্যক্তিদের কাছে লিজ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কয়েকদিন ধরে রাতের বৃষ্টির পানি পুকুর ভরাট হয়ে বাসাবাড়িতে ঢুকে পড়েছে।লিজকৃত ব্যক্তি পুকুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে পুকুরে পাড়ে নেট জাল দিয়ে চাষ করে যাচ্ছে তারা। আবার পৌরসভার উন্নয়ন মূলক কাজে রাস্তা খোঁড়াখুড়িরতেকালভার্ট-ড্রেন ভেঙ্গে যাওয়া পানি নিষ্কাশনের বন্ধ রয়েছে।
বসবাসকারীরা পানি নিষ্কাশনের জন্য পুকুর লিজকৃত ব্যক্তি ও রেলওয়ে উচ্চ পর্যায়ে কর্মকর্তাকে বলে কোন প্রতিকার পাননি তারা।
গত কয়েকদিন অল্প বৃষ্টিতে সেসব পুকুর ভরাট হয়ে পানি কলোনির বাসাবাড়িতে ও অফিস কক্ষে ঢুকে পড়ায় বাসিন্দাদের মারাত্মক দুর্ভোগ পোহাতে দেখা যায়। জিআরপি কলোনির কয়েকটি বাসায় হাটু পযন্ত পানি ও পোকামাকড় বাথরুমের ময়লার স্তূপ বাসতে দেখা যায়। এমনকি ছোট বাচ্চারা খাটে কেউ বা চেয়ারে বসে আছে।এছাড়াও উওর দিকে রয়েছে বাংলাদেশ ডাক বিভাগের ডাক বাছাই কেন্দ্রে হাঁটু পযন্ত পানি। অফিসের ভিতরে পানি থাকার কারণে কর্মকর্তারা অফিসে থাকতে দেখি যায়নি।রেলওয়ে কলোনি এলাকা ঘুরে কৃত্রিম জলাবদ্ধতার চিত্র দেখা গেছে।পানি ঢুকে পড়ায় বসবাসকারীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে দেখা যায়।
জিআরপি কলোনির কয়েকজন নারী বলেন, ‘বৃষ্টি হলেই এভাবে পানি জমে থাকে। বাথরুমের ময়লাগুলো বাসার ভিতরে পানির উপরে বাসছে,ছেলেমেয়ে নিয়ে আমরা কোথায় যাব? দ্রুত এ সমস্যার সমাধান চাই।’
পৌর কাউন্সিল খলিলুর রহমান বলেন, সড়ক উন্নয়ন মূলক কাজে কালভার্ট- ড্রেনেজ বন্ধ থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুই একদিনের মধ্যেই পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়ে যাবে।
রেলওয়ের আই ডব্লিউ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, জিআরপি কলোনিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিষয়টি জানিনা, তবে ডাক বিভাগে পানি সমস্যা সেটা আমি শুনেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম