1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম মাদক ও অপরাধ মুক্ত সমাজ বিনির্মাণ করতে চান ঈদগাঁও থানার ওসি সিফাত ঈদগাঁওয়ে সেচ নালা বন্ধ, সবজি ক্ষেত ডুবে নষ্ট বাঁশখালীতে জায়গা-জমি বিরোধের জেরে বসতঘরে অগ্নিসংযোগ চৌদ্দগ্রামে কাজী এনাম ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত ঈদগাঁওয়ে খালের পাড় দখল করে বসতভিটা, চলাচলে ভোগান্তি ঈদগাঁওয়ে স্কুল ভিত্তিক নতুন বই বিতরণ কার্যক্রম শুরু ঈদগাঁওয়ে ২৭ লিটার চোলাই মদ ও টমটমসহ ব্যবসায়ী গ্রেপ্তার ঈদগাঁওয়ে চিকিৎসা সহায়তা দিলেন শামসুল আলম মানবিক ফাউন্ডেশন আমার দেশ পত্রিকার নব-যাত্রায় প্রথম প্রতিষ্ঠা-বার্ষিকীতে সুশীল ফোরামের পক্ষ সম্পাদক মাহামুদুর রহমান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

রেজা শাহীন:
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২৭০ বার

আজ ১২ ই রবিউল আউয়াল। মুসলমানদের কাছে ১২ রবিউল আউয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত।

প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ খ্রীষ্টাব্দের রবিউল অাউয়াল মাসের ১২ তারিখে পবিত্র নগরী মক্কার বিখ্যাত বনু হাশিম বংশে ‘সুবহে সাদেক’-এর সময় মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) মা আমিনার কোল আলো করে পৃথিবীতে আগমন করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।

গোটা আরব যখন অন্ধকারে নিমজ্জিত তখন আলোর দিশারী হয়ে জন্ম নেয় নবী মুহাম্মদ। রাসূল (সা.) এর জন্মের আগে আরবের লোকেরা নানা অপকর্মে লিপ্ত ছিল। তারা আল্লাহকে ভুলে বিভিন্ন দেব-দেবীর পূজা করতো। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো ‘আইয়ামে জাহেলিয়াত’। এই অন্ধকার যুগ থেকে মানবজাতিকে মুক্ত করে আলোর পথ দেখাতে ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সা.)-কে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেন মহান আল্লাহ।
জন্মের আগেই রাসুল (সা.) তাঁর বাবাকে হারান এবং ছয় বছর বয়সে হারান মাকে।

অল্প বয়সেই মহানবী (সা.) আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে প্রায় সময় তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নব্যুয়ত প্রাপ্ত হন। আল্লাহ তা’আলার নৈকট্য লাভ করেন। তিনি আধ্যাত্মিকতার পাশাপাশি ব্যক্তিজীবন এবং সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন।

তিনি ২৩ বছর তিনি তৌহিদের বাণী প্রচার করেছেন। তাঁর মধ্যে সম্মিলন ঘটেছিল মানবতা, সহমর্মিতা, শান্তিবাদিতা, বিনয়, করুণা, ক্ষমাশীলতা, সহিষ্ণুত। তাঁর ৬৩ বছরের জীবন নানা সংগ্রামের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। নবী মুহাম্মদের সততা, নিষ্ঠা, মানবতা তাঁকে সব ধর্মের লোকদের কাছে সর্বশ্রেষ্ঠ মানবিক গুণাবলির মানুষ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে।

দিনটি উপলক্ষে ১৫ দিনব্যাপী নান কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাশাপাশি বেসরকারি টেলিভিশন এবং রেডিও গুলো দিবসটির যথাযোগ্য গুরুত্ব তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। পত্রিকাগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়েছে। জশনে জুলুস, আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে দেশের মসজিদ-মাদরাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এসব বাণীতে তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net