1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরে চলন্ত ট্রাকের পেছনে পিক আপের ধাক্কায় হেলপার নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

গাজীপুরে চলন্ত ট্রাকের পেছনে পিক আপের ধাক্কায় হেলপার নিহত

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২১৪ বার

গাজীপুরের ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় চলন্ত ট্রাকের পেছনে পিকআপের সংঘর্ষে পিকআপের হেলপার নিহত হয়েছেন। রোববার (১৪ নভেম্বর) ভোরে ময়মনসিংহগামী লেনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মো. আরিফ (২৫), জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওজায়ের আল—মাহমুদ আদনান জানান, ঢাকা—ময়মনসিংহ মহাসড়ক ধরে একটি ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে গাজীপুর সদরের হোতাপাড়া এলাকায় পেঁৗছালে ভোর পাঁচটার দিকে ট্রাকটির একটি চাকা ফেটে যায়। এতে ট্রাকের গতি কমে যায়। এসময় পেছনে থাকা একইগামী দ্রুতগতির একটি পিকআপ ওই ট্রাকের পেছনে গিয়ে জোরে ধাক্কা খায়। এতে ওই পিক আপের সামনের অংশ দুমড়ে—মুচড়ে গিয়ে পিক—আপের হেলপার আরিফ আটকা পড়েন। পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

ঘটনার পর পর দুই গাড়িরই চালক গাড়ি দু’টি ফেলে রেখে পালিয়ে যান। পরে ট্রাক, পিক—আপ জব্দ করে থানায় নেয়া হয়েছে। আবেদনের প্রেক্ষিতে রোববার দুপুরে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইফতেখারুল ইসলাম রায়হান চৌধুরী জানান, ঘটনাস্থলে পেঁৗছে পিক আপের কিছু অংশ কেটে নিহতের মরদেহ বের করে আনা হয় এবং নাওজোর হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net