1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় কৃষকের শেষ সম্বল আগুনে পুড়ে ছাই - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

মাগুরায় কৃষকের শেষ সম্বল আগুনে পুড়ে ছাই

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৮৯ বার

মাগুরা শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নের বরিশাট পূর্বপাড়া গ্রামে আগুনে পুড়ে কৃষক জালাল মোল্লার শেষ সম্বল পুড়ে ছাই হয়ে গেছে । গত রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে ।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ।

পরে স্থানীয় লোকজন ও শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম। ততক্ষণে আগুনে বসতঘর, রান্নাঘর, বিছলীর মাঝা ও নগদ ৯ হাজার টাকা পুড়ে যায়। সবমিলে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।

কৃষক জালাল মোল্লা বলেন, গতকাল বাড়ির পাশে পূর্বপাড়া নতুন মসজিদে মাহফিল চলছিলো। বাড়ির সবাই মাহফিলে গিয়েছিলাম। এশার নামাযের সময় আমি বাড়ির দিকে আসতে দেখি আমার বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন মাষ্টার অমল কৃষ্ণ বসু বলেন, সংবাদ পাওয়ার পর পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে আমাদের ধারণা । এতে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে আমরা মনে করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net