1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাথা গোঁজার ঠাই মিলেছে শ্রীপুরের ৪৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার!! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মবের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করছে একটি কুচক্রীমহল: মির্জা ফখরুল নবীনগরে ‘আমিও পারবো’ শীর্ষক উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতি ফ্যাসিজম তৈরির পথ রুদ্ধ করবে: জামায়াত আমির আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর সমতুল্য ছিল : তারেক রহমান আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন: নাহিদ ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না’ দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা সোনাইমুড়ী উপজেলাবাসীর আলাদা সংসদীয় আসন ঘোষণা ও বিরতিহীন ট্রেনের দাবিতে জামায়াতের মানববন্ধন

মাথা গোঁজার ঠাই মিলেছে শ্রীপুরের ৪৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার!!

শ্রীপুর(গাজীপুর)থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ১৯০ বার

আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘর উপহার পেয়েছেন ৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালের দিকে গণভবন থেকে সারা দেশে একযোগে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রীপুরেও এসকল পরিবারের হাতে কবুলিয়ত দলীল ও ঘরের চাবি হস্তান্তর করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন কুমার সরকার।

ঘরের চাবি হাতে পেয়ে মাথা গোঁজার ঠাঁই হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সুবিধাভোগী পরিবার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সামছুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, লুৎফুন্নাহার মেজবাহ, মুক্তিযুদ্ধা কমান্ডার নুর মোহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমীন, উপজেলা প্রকৌশলী এ জেড এম রকিবুল আহসান, জনস্বাস্থ্য প্রকৌশলী তাসজিদ আহমেদ, নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, রেঞ্জ অফিসার বজলুর রহমান, যুব উন্নয় কর্মকর্তা ওবায়দুল বাসার, সমবায় কর্মকর্তা উৎপল কুমার মন্ডল, তেলিহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক নূরে আলম মোল্লা, সাংবাদিক বৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

জানা যায়, উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সরকারি খাসজমিতে ‘ক’ শ্রেণির পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে সরকারি ঘর। ঘরগুলোর নির্মাণ কাজের সার্বিক তদারিক করছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম । এছাড়াও নির্মাণ কাজ তদারকিতে সহযোগিতা করছেন সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কেএম মোহিতুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন ,উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণির ভূমিহীন এবং গৃহহীন অর্থাৎ যাদের জমিও নেই, ঘরও নেই তাদের পুনর্বাসনের জন্য এসব ঘর নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৪৫টি পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘরগুলো পেয়েছেন। ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ২ শতাংশ খাসজমিতে দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর, বারান্দা, রান্নাঘর ও টয়লেটসহ ঘর নির্মাণ করা হয়েছে। এ উপজেলার মোট ১০০ পরিবার পর্যায়ক্রমে এ প্রকল্পের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net