ঘর বন্ধ করে পরিবারের লোকজন ঈদের মার্কেট নিয়ে ব্যস্ত এসময় গোয়ালঘরে আগুনে পুড়ে মরল ছাগল ও কবুতর।
লাকসাম উপজেলা মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন লক্ষীপুর গ্রামের এহসান মিয়ার গোয়ালঘরে শনিবার রাতে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের খবর দেওয়া আগেই বাড়ির লোকজনের চিৎকারে এলকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলা লক্ষীপুর গ্রামের এহসান মিয়ার স্ত্রী নাসিমা বেগম ও তাদের সন্তানদের নিয়ে মাওলানা বাজারে ঈদের মার্কেট করতে যায়। এসময় রাত ৮ টায় দিকে
তাদের রান্নাঘরের বিদ্যুতের শর্ট সার্কিট
থেকে আগুনের সুত্রপাত হয়ে গোয়ালঘরে আগুন লেগে যায়। আগুনের ধোঁয়া দেখে বাড়িতে থাকা লোকজনের চিৎকারে এলকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোয়ালঘরে থাকা একটি ছাগল ও কবুতর আগুনে পুড়ে মারা যায়। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।
প্রবাসী ইউনিটের সাধারণ সম্পাদক জাকির হোসেন আন্তাজ আগুন লাগার ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় লক্ষীপুর গ্রামের ফারুক আয়দার, কামরুল হাসান ও ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনরা শনিবার রাতে জানান, রাতে হঠাৎ শব্দ শুনে বাইরে এসে দেখেন গোয়ালঘরে আগুন লেগেছে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন লাগা অবস্থায় ওই ঘরে কেউ ছিলেন না,তারা পাশের বাজারে ছিলেন। এতে প্রায় ৪০ হাজার টাকা ক্ষয়ক্ষতির হয়েছে।
রাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ সওদাগরের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।