আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছেন রাউজান উপজেলা আওয়ামী লীগ, যু্বলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠন।শনিবার বিকালে রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সমাবেশ শেষে করে এক বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক প্রদক্ষিণ করে পুনারায় এসে শেষ হয়।এতে আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় সমাবেশে বক্তারা বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও বিচক্ষণতায় বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে।কিন্তু এমন সময়ে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।বিএনপি-জামাত তাদের বিভিন্ন অপশক্তির মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য নানা ষড়যন্ত্র করছে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে তাদের মাথা ঠিক নেই।হিংসায় তারা জ্বলতেছে।এসব অপশক্তির বিরুদ্ধে মোকাবেলা করতেই শেখ হাসিনার নের্তৃত্বে ঐক্যবদ্ধ নেতাকর্মীরা।এবং অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতাদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতাকর্মীরা।
সমাবেশে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব।বক্তব্য রাখেন, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার বাবুল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী,রাউজান উপজেলা যুবলীগের সভাপতি,পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,আ.লীগ নেতা কাজী মোহাম্মদ ইকবাল, বশির উদ্দিন খান,জসিম উদ্দিন চৌধুরী,নজরুল ইসলাম চৌধুরী,জানে আলম জনি,জসিম উদ্দিন, চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া,শফিকুল ইসলাম,সৈয়দ আবদুল জব্বার সোহেল,আব্দুল লতিফ,মুছা আলম খাঁন চৌধুরী,সারজু মোহাম্মদ নাসের, শওকত হোসেন,আহসান হাবিব চৌধুরী,হাসান মোহাম্মদ রাসেল, যুবলীগ নেতা তপন দে, আবু ছালেক, সাবের হোসেন, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন পিবুল,মোহাম্মদ আসিফ,আরমান সিকদার,ফয়সাল মাহমুদ,নাছির উদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতা কর্মীরা।