1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাউদার্ন ল এলামনাই ঈদ পূর্ণমিলনী -২০২২ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই সনদের অনিশ্চয়তা ও নতুন সংবিধানের পূর্বাভাসে রাজনৈতিক ভূচিত্রের রূপান্তর ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর লিজ দলিলে গণভবন হস্তান্তর করল পূর্ত মন্ত্রণালয় সন্ত্রাসীদের কোন দল নাই, তাদের পরিচয় সে সন্ত্রাসী – এদের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন – আমিনুল হক  টঙ্গীতে ৩৬ ঘণ্টা পর ম্যানহোলে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার টেলিগ্রামে সক্রিয় আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন কাদের খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে সরকারের কাছে বিএনপির চিঠি মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না : মির্জা ফখরুল সোনারগাঁয়ে যুবদলের দুই নেতার চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা জুলাই সনদের খসড়া প্রকাশ

সাউদার্ন ল এলামনাই ঈদ পূর্ণমিলনী -২০২২ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৯৬ বার

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর সাবেক শিক্ষার্থীদের সংগঠন, সাউদার্ন ইউনিভার্সিটি ল এলামনাই এসোসিয়েশন এর আহবায়ক কমিটির উদ্দ্যোগে ঈদ পুনর্মিলনী-২০২২ নগরীর নাসিরাবাদ কনভেনশন সেন্টারে শনিবারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপ-উপাচার্য প্রফেসর ইন্জিনিয়ার মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল এর নব নির্বাচিত সদস্য জনাব এডভোকেট বদরুল আনোয়ার, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের সম্মানিত সহ সভাপতি জনাব লিয়াকত আলী চৌধুরী এবং প্রতিষ্ঠাতা প্রফেসর জনাব সরওয়ার জাহান, আইন বিভাগের উপদেষ্টা জনাব মহিউদ্দিন খালেদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবু মুহাম্মদ হাশেম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এইচ এম জিয়া উদ্দিন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান জনাব মুর্তজা ইসলাম জোহান জেব তারেক, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি জনাব, ইফতেখার সাইমুন চৌধুরী, এ্যাডভোকেট মুজিবুল হক, এ্যাডভোকেট এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রশিদ, লয়ার্স ফ্রেন্ডস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট আশরাফ হোসাইন চৌধুরী রাজ্জাক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এডভোকেট মনিরুজ্জামান সুমন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এ্যাডভোকেট আজিজুল হক, এডভোকেট রোকনুজ্জামান মুন্না ও এডভোকেট ফারজানা। অনুষ্টানের স্বাগত বক্তব্য দেন এলামনাই এসোসিয়েশন এর আহবায়ক এডভোকেট সালাউদ্দিন আলী নুর মিন্টু।
তিনি সবাইকে মিলনমেলায় স্বাগত জানিয়ে বলেন, সাউদার্ন ইউনিভার্সিটি ল এলামনাই এসোসিয়েশন এখন কোন যেমন তেমন সংগঠন নয়। ১৪০০ গ্রাজুয়েট এর সংগঠন এটি। অন্তত আজকের এই সাকসেসফুল পুনর্মিলনীই এর উতকৃষ্ট উদাহরণ। আজকের এই স্বপ্নযাত্রা আরো ভবিষ্যতে আরো দৃঢ় ও মসৃন হবে। সবাই এক হয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ বড় কোন লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে। সকলের সহযোগিতা একান্ত কাম্য। অনুষ্টানে বক্তারা বলেন, এধরণের আয়োজন সাবেকদের মিলনমেলায় পরিণত হয়েছে। যার মাধ্যমে সবার সাথে একে অপরের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়। আশা করি ভবিষ্যতেও এধরেনর আয়োজনে মুখরিত হবে চট্টগ্রাম।

অনুষ্টানে দুপুরে চট্টগ্রামের ঐতিহ্য মেজবানের পরে জনপ্রিয় ব্যান্ড শিল্পী এবং সাবেক শিক্ষার্থীদেন পরিবেশনায় মূখরিত ছিলো পুরো হল। অনুষ্টানে সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদেরও মেলা বসে অনুষ্ঠান স্থলে।
সাউদার্ন ইউনিভার্সিটি ল এলামনাই এসোসিয়েশন এর আহবায়ক কমিটির সদস্য সচিব মীর মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা এই মিলনমেলার মধ্যে দিয়ে আমাদের প্রচেষ্টা ছিলো এলামনাই এসোসিয়েশন এর প্রতিটি উদ্দ্যোগে আমাদের প্রিয় সংগঠনের দেশ এবং দেশের বাইরে অবস্থানরত সবাইকে একি ছাদের নিচে এনে ঐক্যবদ্ধ করা।

বন্ধু আবার দেখা হবে এমন মুখর দিনে, ফিরবে পুরানো সেই দিনের লাগামছেড়া আনন্দের দিন এর আশায় পর্দা নামলো বহুল প্রতীক্ষিত এ মিলনমেলার।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net