আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছেন রাউজান উপজেলা যু্বলীগ।শনিবার বিকালে রাউজান উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছির শুরু করে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক প্রদক্ষিণ করে পুনারায় এসে শেষ হয়।এতে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেন। এসময় সমাবেশে বক্তারা বলেন- দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে, ঠিক আবারো সেই খন্দকার মোস্তাকের অনুসারিরা বেপরোয়া হয়ে উঠেছে।তারা দেশকে অশান্ত করতে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে।ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিএনপি-জামায়াত পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।বিএনপি-জামায়াতের এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি, যুবদল ও মহিলা দলের কটুক্তি ও হত্যার হুমকির বিচার দাবি জানানা যু্বলীগের নেতাকর্মীরা।রাউজান উপজেলা যুবলীগের সভাপতি,পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল জব্বার সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন, যু্বলীগ নেতা সারজু মোহাম্মদ নাসের, শওকত হোসেন, নাহিয়ার নাছির, জাহাঈীর আলম, আহসান হাবিব চৌধুরী,হাসান মোহাম্মদ রাসেল, তপন দে, জিয়াউল হক রোকন, আবু ছালেক, ইসাক ইসলাম, এনামুল হক, সাবের হোসেন, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ,শাখাওয়াত হোসেন পিবুল,মোহাম্মদ আসিফ,আরমান সিকদার,ফয়সাল মাহমুদ,নাছির উদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতা কর্মীরা।