স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের চলমান উপবৃত্ত বহাল রাখার দাবিতে সারাদেশের ন্যায় কুমিল্লা তিতাস উপজেলার সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (৫ জুন) সকালে উপজেলা চত্বর মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উক্ত মানববন্ধন ও স্মারকলিপি প্রধানের সময় উপস্থিত ছিলেন, জগতপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, কলাকান্দি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সহকারী শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, বন্দরামপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার মোঃ সাদেকুর রহমান, রওজাতুল উলুম স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক রহমতুল্লাহ, ও উমরপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক আবু নাঈমসহ শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয়করণ, নীতিমালা ২০১৮ বাস্তবায়ন, ডাটাবেজ চূড়ান্তকরণ, পাঠদানের অনুমতির স্থগিত আদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোর্ড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো বোর্ডের কোর্ডে অন্তর্ভুক্তকরণ, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, একজন অফিস সহায়কের পদসৃষ্টি সহ পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার অটোপাসের প্রজ্ঞাপন জারি করণের দাবিতে এস্মারকলিপি প্রদান করা হয়।